শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলের মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্স দলের। মরশুম শুরুর আগে দলের অধিনায়কত্বে বদল আসে। পাঁচ বারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। তা নিয়ে বিতর্ক কম হয়নি।যার প্রভাব পড়ে পারফরম্যান্সের উপর। প্রথম তিন ম্যাচেই হেরে যায় মুম্বই দল। পরবর্তীতে তারা ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দেয়। তাদের শেষ ম্যাচেও তারা জিতেছেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জেতে মুম্বই ইন্ডিয়ান্স দল। ম্যাচে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জসপ্রীত বুমরাহ। সেই বুমরাহ এবার ধরা দিলেন একেবারে অন্য ভূমিকায়। নেটে তাঁকে অবতীর্ণ হতে দেখা গেল একেবারে অন্য মেজাজে।
আরও পড়ুন-IPL 2024-SRK সেরা মালিক! আমায় বলেছিল যে যতদিন KKR-এ আছো, ততদিন একাদশে থাকবে-গম্ভীর
অনুশীলনের সময়ে বুমরাহ যেন হয়ে গেলেন 'শেন ওয়ার্ন'। পেস বোলিং ছেড়ে দিয়ে দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডকে তিনি বল করছেন লেগ স্পিন। বেশ কিছু বলে সমস্যাতেও ফেললেন ক্য়ারিবিয়ান ব্যাটারকে। সাধারণত নিজের সুইং বোলিং,রিভার্স সুইং,স্লোয়ার,ইয়র্কারে বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলতে দেখা যায় বুমরাহকে। এদিন সেই তিনিই লেগ স্পিন,ফ্লিপার,স্লাইডারে সমস্যায় ফেললেন কায়রন পোলার্ডকে। অনুশীলনের সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা একেবারে ব্লকবাস্টার হিট। শেয়ার,লাইকের যেন সুনামি আছড়ে পড়েছে এই ভিডিয়োটিতে।
আরও পড়ুন-IPL 2024-‘ধোনিকে সব জানিয়ে ছিলাম’…বিতর্ক নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না
বুমরাহ চলতি আইপিএলে ইতিমধ্যেই পার্পেল ক্যাপ অধিকারী । অর্থাৎ এখন পর্যন্ত চলতি আইপিএলের মরশুমে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বুমরাহ। তিনি খেলেছেন ৭ ম্যাচ। নিয়েছেন ১৩ টি উইকেট। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও তিনি নিয়েছেন ৩ উইকেট। সেই তিনিই নেটে লেগ স্পিনার হিসেবেও খারাপ বল করলেন না। বিগ হিটার কায়রন পোলার্ডকে বেশ কয়েকবার পরাস্ত করলেন ।
আরও পড়ুন-IPL 2024-রোহিতের পছন্দ নয়, তাই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ভেবে দেখবে BCCI
ভিডিয়োতে দেখা যাচ্ছে দুই তারকাই মজার ছলে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। বুমারাহর একটি বল খেলতে গিয়ে তো কায়রন পোলার্ড আবার দেহের ভারসাম্য হারিয়ে বসেন । কোনরকমে পরে যাওয়া থেকে বাঁচান নিজেকে। উল্লেখ্য বুমরাহর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারা পেসার ইয়ান বিশপও। যিনি আবার বুমরাহকে পেস বোলিংয়ের প্রফেসর বলেও আখ্যা দিয়েছেন।