মুম্বই ইন্ডিয়ান্স পেসার জসপ্রীত বুমরাহকে ১৮ কোটি টাকার বিনিময়ে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভারতীয় স্পিডস্টার আরও ৩ বছরের জন্য মুম্বইয়ে থাকতে পেরে খুশি। MI-এর তরফে শেয়ার করা এক ভিডিয়োতে তিনি বলেন, ‘এটা খুবই ভালো অনুভূতি। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স মাত্র ১৯ বছর ছিল। আর এখন আমার বয়স ৩১ এবং ১ সন্তানের বাবা আমি। তাই আমার মনে হয়েছে এই পথ চলার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমি খুশি যে পথ চলা অব্যাহত রয়েছে এবং এর চেয়ে ভালো অনুভূতি আর নেই।'
তিনি আরও বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন লেজেন্ডের কাছে অনেক প্রশ্ন করতাম। কিন্তু এখন পরিস্থিতির বদল হয়েছে। এখন দলে অনেক নতুন তরুণ ক্রিকেটার এসেছে, যারা আমার থেকে বয়সে ৮-৯ বছরের ছোট। আমি তাদের সাহায্য করতে ভালোবাসি, কারণ আমি যখন নতুন ছিলাম তখন অনেক সাহায্য পেয়েছি। আমি সর্বদা সাহায্য করার জন্য তৈরি থাকি এবং আমি যেভাবে পারি, যখনই পারি নিজের অবদান রাখার জন্য সর্বদা যথাসাধ্য চেষ্টা করি’।
মুম্বই ইন্ডিয়ান্সের এবছরের IPL-এর পারফরম্যান্স খুবই হতাশজনক ছিল। MI IPL ২০২৪-এর লিগ টেবিলে সবার নিচের দিকে শেষ করে। এবছর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ঘটনাকে ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবে অতীতে মুম্বই ইন্ডিয়ান্স IPL-এ অনেক সফলতা পেয়েছে। মোট ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বুমরাহ বলেন, ‘আমরা অতীতে সফল হয়েছি এবং আমরা জানি কিভাবে চ্যাম্পিয়নশিপ জিততে হয়। তাই, এখন চ্যাম্পিয়নশিপের দিকে না তাকিয়ে, নিজেদের দিকে তাকাতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে এবং ইতিবাচক দিকগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। এটি আমাদের জন্য সর্বদা কাজ করেছে। আমি মনে করি আবার আমাদের এটায় ফোকাস করতে হবে, আশা করি আগামী মরশুমে আমরা ভালো ফলাফল পাব’।
তিনি আরও বলেন, ‘যখনই আপনার পিছনে সমর্থকদের সমর্থন থাকে তখন ভালো লাগে, ওয়াংখেড়েতে খেলার অভিজ্ঞতা সবসময়ই দুর্দান্ত। এখানে দর্শকদের মধ্যে আলাদাই আবেগ এবং উত্তেজনা কাজ করে। এখানের মতো পরিবেশ অন্য কোনও স্টেডিয়ামে আছে বলে আমার মনে হয় না’। বুমরাহ টি-২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সাল থেকে তিনি এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে ১৩৩টি ম্যাচ খেলে ১৬৫টি উইকেট নিয়েছেন।