বর বিশ্বকাপ জিতেছেন। আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঞ্চালক হিসেবে সাক্ষাৎকার নিচ্ছেন স্ত্রী। ক্রিকেটে কি আগে কখনও এরকম দৃশ্য দেখা গিয়েছে? সম্ভবত না। জসপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশনের জুটি ঠিক সেটাই করল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে বুমরাহের ইন্টারভিউ নেন সঞ্জনা। এক মিনিটের বেশি সময় ধরে চলা পেশাদার সাক্ষাৎকারের পরে নিজেদের আবেগকে আর ধরে রাখেননি তাঁরা। ইন্টারভিউয়ের শেষের দিকে সঞ্জনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন ভারতের তারকা পেসার। তখন কিছুটা লজ্জা পেয়ে যান সঞ্জনা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে স্ত্রী ও ছেলেকে নিয়ে পোজ বুমরাহের
এমনিতে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত জেতার পরেই দৌড়ে গিয়ে স্ত্রী'কে আলিঙ্গন করেন বুমরাহ। তারপর ছেলেকে কোলে নিয়ে ঘোরেন। বিশ্বকাপ জয়ের মেডেল পরিয়ে দেন ছেলেকে। বিশ্বকাপের ট্রফি হাতে সপরিবারে 'পোজ' দেন। কিছুক্ষণ ছেলেকে কোলে নিয়ে ঘোরেন।
বুমরাহের ইন্টারভিউয়ের দায়িত্বে সঞ্জনাই
কিন্তু সঞ্জনার তো আরও কাজ ছিল। তিনি আইসিসির সঞ্চালক। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ইন্টারভিউ নেন। বুমরাহের ইন্টারভিউ নেওয়ারও দায়িত্ব পড়ে। যে বুমরাহ এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। আর সেইসব বিষয় নিয়েই বুমরাহের সাক্ষাৎকার নিতে থাকেন সঞ্জনা। দু'জনকেই একেবারে পেশাদারিত্বের সঙ্গে সেই কাজটা করতে থাকেন।
আগেও তাঁরা সেই কাজটা করেছেন। তবে এই দিনটা আবেগের ছিল। আর তাই ইন্টারভিউয়ের শেষে সেই পেশাদারিত্বের পোশাক ঝেড়ে ফেলে দেন দু'জনেই। যে মানুষটা নিজের সবকিছু উজাড় করে দিয়ে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, তাঁর মধ্যে যে আবেগের স্রোত বইবে, সেটা তো স্বাভাবিক। আর সেই আবেগেই সঞ্জনাকে জড়িয়ে ধরেন বুমরাহ। সঞ্জনা কিছুটা লজ্জা পেয়ে যান।
বুমরাহের কঠিন সময়ের সাক্ষী সঞ্জনা
যে স়ঞ্জনা নিজেও বুমরাহের এই যাত্রাটা সাক্ষী থেকেছেন। যখন তাঁদের শুনতে হয়েছে যে নাথান লিয়ন খোঁড়াতে-খোঁড়াতে ব্যাট করতে নামছেন, আর বুমরাহ এখনও চোটের জন্য মাঠের বাইরে আছেন। সোশ্যাল মিডিয়ার কোনও কোনও 'বিপ্লবী'-র থেকে কটাক্ষ শুনতে হয়েছে যে ‘অব তো শরম কর লে বুমরাহ (এবার লজ্জাবোধ কর বুমরাহ)।’
বুমরাহ-সঞ্জনার কেমিস্ট্রিতে মজেছেন নেটিজেনরা
আর বুমরাহ এবং সঞ্জনার সেই 'কিউট' মুহূর্তে মজেছেন নেটিজেন। এক নেটিজেন বলেন, '(ইন্টারভিউয়ের শেষের দিকে) বুমরাহ যেন ভাবছিলেন যে অনেক হয়েছে এই পেশাদারি সাক্ষাৎকার, আমি আর নিজেকে সামলাতে পারছি না, আমায় আলিঙ্গন কর।' অপর এক নেটিজেন বলেন, 'ওহ মাই গড। কী কিউট। গর্বিত স্ত্রী।' একজন আবার বলেন, 'কাপল গোলস।' কেউ-কেউ আবার স্পেনের অধিনায়ক ইকের কাসিয়াসের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পরে ইন্টারভিউয়ের সময় সাংবাদিক স্ত্রী'কে চুমু খেয়েছিলেন কাসিয়াস।