পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না জসপ্রীত বুমরাহ। তিনি না খেললেও, ভারত লড়াকু মেজাজে রয়েছে। কিন্তু বুমরাহ থাকলে, হয়তো টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে আরও শক্তিশালী লাগত। এখন প্রশ্ন হল, বুমরাহের চোট কতটা সেরেছে? আবার কবে ভারতীয় দলের হয়ে ফিরবেন তিনি?
এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকার পর, ফের বোলিং শুরু করেছেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের সময় থেকেই বুমরাহ পিঠের খিঁচুনিতে ভুগছিলেন। তবু বুমরাহের নাম আনুষ্ঠানিক ভাবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তারকা বোলার টুর্নামেন্টের জন্য সময় মতো চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারেননি। যে কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন।
আরও পড়ুন: মান-সম্মান বাঁচাল বৃষ্টি! সব ম্যাচে হেরে Champions Trophy শেষ করতে হল না বাংলাদেশ-পাকিস্তানকে
৩১ বছর বয়সী এই ফাস্টবোলার নিঃসন্দেহে ভারতের অন্যতম স্তম্ভ, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন, ন'টি ইনিংসে তিনি ৩২টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়লেন দর্শক, পাকিস্তানের নিরাপত্তা প্রশ্নের মুখে, চাপে PCB
বৃহস্পতিবার বুমরাহ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটে বোলিং করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যে ভিডিয়োতে দেখা গিয়েছে, নিখুঁত ইয়র্কারে মিডল স্টাম্প ভেঙে দিচ্ছেন তিনি। এই ভিডিয়ো দেখার পর অনেক ভক্তই বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে একটি ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই টুর্নামেন্টে বাংলাদেশ এবং পাকিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়ে ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: Champions Trophy-তে সবচেয়ে নিষ্ঠুর এই ভারতীয় দল… কেন এমন বললেন বিশ্বকাপজয়ী কোচ
বুমরাহের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। অর্থাৎ খুব শীঘ্রই যে তিনি মাঠে ফিরতে চলেছেন, সেই বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দুবাইয়ে গিয়েছিলেন বুমরাহ। ভারত-পাকিস্তান ম্যাচের দিন মাঠেও তিনি উপস্থিত ছিলেন। আইসিসির পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ফলে স্যর গ্যারফিল্ড সোবার্স পুরস্কার পেয়েছেন। মূলত সেই পুরস্কার নিতেই দুবাইয়ে গিয়েছিলেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বুমরাহের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। পরে একটি অনুষ্ঠানে নিজের চোট নিয়ে মুখ খুলেছেন বুমরাহ।
ভারতীয় পেসার জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। বুমরাহ বলেছিলেন, ‘এই চোট নতুন নয়। পিঠের চোটে আগেও ভুগেছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের পরামর্শ মেনে রিহ্যাব করছি। কবে আবার খেলতে পারব, সেটা ওঁরাই ভালো বলতে পারবেন।’