আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, পিঠের চোটের ধাক্কা কাটিয়ে ফিট হয়ে উঠতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে ভারতের তারকা পেসারের। প্রাথমিকভাবে যে রিপোর্ট এসেছে, তাতে বড় কোনও চোটের ইঙ্গিত মেলেনি। কিন্তু হালকা ফুলেছে পিঠ। সেই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন বুমরাহ। সপ্তাহতিনেক সেখানে থাকবেন। কিন্তু সেখানেই তো শেষ হবে না। ম্যাচ ফিটনেস খতিয়ে দেখতে বুমরাহকে একটি বা দুটি ম্যাচ খেলতে হবে।
বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে নেই বুমরাহ?
অর্থাৎ সবমিলিয়ে সিডনি টেস্টে বুমরাহের পিঠে যে অস্বস্তি হয়েছিল, সেটার ধাক্কা সামলে উঠতে আরও কিছুটা সময় লাগবে। আর সেটাই যদি হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে খেলতে পারবেন না বুমরাহ। কারণ আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। আর তৃতীয় ম্যাচ আছে আগামী ২ মার্চ। সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের।
সেই পরিস্থিতিতে গ্রুপের প্রথম দুটি ম্যাচে তো বুমরাহের খেলার সম্ভাবনা নেই।গ্রুপ লিগের শেষ ম্যাচেও বুমরাহ আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ পুরোপুরি ফিট না হলে তারকা পেসারকে নিশ্চিতভাবে মাঠে নামাবে না ভারত। বুমরাহ যদি ১০০ শতাংশ ফিট না থাকেন এবং তাঁকে খেলিয়ে দেওয়া হয়, তাহলে আরও বড় বিপদ হতে পারে।
সেমিতেও নামতে পারবেন তো বুমরাহ?
সেক্ষেত্রে ভারত যদি সেমিফাইনাল ওঠে, তাহলে নক-আউট পর্ব থেকেই বুমরাহকে নামানো হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ এবং সেমিফাইনালের মধ্যে বেশিদিনের ফারাক নেই। আগামী ৪ মার্চ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী ৫ মার্চ। আর ফাইনাল আগামী ৯ মার্চ হবে।
আরও পড়ুন: MCG-তে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?
দলে রাখা হবে বুমরাহকে? চিন্তায় নির্বাচকরা
আর সেই পরিস্থিতিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে দোটানায় পড়ে গিয়েছেন ভারতীয় নির্বাচকরা। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন করতে শনিবার মুম্বইয়ে যখন নির্বাচকরা বৈঠক করেন, তখন বুমরাহের ফিটনেসের বিষয়ে তাঁদের জানানো হয়েছে। খাতায়কলমে আজই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষদিন। যা বাড়ানোর আর্জি জানিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: এর পরেও দলে আমার জায়গা হল না… কোহলি বিতর্কের মাঝেই ভাইরাল যুবরাজের পুরনো সাক্ষাৎকার
ওই রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা এখন ধন্দে পড়েছেন যে বুমরাহকে কি ১৫ জনের দলে রেখেই টিম ঘোষণা করা হবে নাকি রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম রাখা হবে। তবে যা আপাতত যা খবর, প্রাথমিকভাবে একটা দলের তালিকায় আইসিসির কাছে জমা দেবে ভারত। যেহেতু ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ আছে, তাই নির্বাচকরা আরও কয়েক সপ্তাহ বুমরাহের ফিটনেসের উপর নজর রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।