যে আশঙ্কাটা ছিল, সেটাই সত্যিই হল। পিঠের নিম্নাংশে চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তরুণ পেসার হর্ষিত রানাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হল। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আরও এক নাইট তারকাকে দুবাইয়ের বিমানে ওঠার ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে যশস্বী জয়সওয়ালকে রাখা হলেও চূড়ান্ত দলে তাঁকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হল। ভারতীয় তরুণ ব্যাটারকে রিজার্ভ দলে রাখা হয়েছে।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাহ ছিলেন না!
আর কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলে এতজন স্পিনার থাকতেও কেন ফের বরুণকে নেওয়া হল, তা নিয়ে যে আলোচনার ঝড় উঠবে, সেটা যে তেমন হচ্ছে না, তার নেপথ্যে আছেন একজনই - বুমরাহ। পৃথিবীতে সম্ভবত এমন একজনও মানুষ নেই, যিনি ক্রিকেট দেখেন আর মনে করেন না যে কোনও দলে বুমরাহ থাকা বা আর না থাকা একই ব্যাপার।
সেই পরিস্থিতিতে বুমরাহ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারায় ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আশা যে একধাক্কায় অনেকটা কমে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর ভারতীয় সমর্থকরা অতীতের কথা ভেবে আঁতকে উঠছেন। কারণ এর আগে বুমরাহকে ছাড়া ভারত যে আইসিসি টুর্নামেন্টে (সাদা বলে) নেমেছিল, তাতে মুখ থুবড়ে পড়েছিল। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল। তাও তখন তাঁর বুমরাহের নিজের ‘পিক’-এ ছিলেন না। এখন তো বুমরাহ নিজের ‘পিক’-এ আছেন।

সেই বুমরাহের অভাব ঢাকা তো কারও পক্ষে সম্ভব নয়। কিন্তু মহম্মদ শামি পুরো ছন্দে থাকলে তাও ভরসা মিলত। যিনি এখন সেই ২০২৩ সালের বিশ্বকাপের ফর্মে নেই। আর থাকার কথাও নয়। কারণ ১৪ মাসের চোট-পর্ব কাটিয়ে সবে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তাছাড়া দলে আছেন হর্ষিত এবং আর্শদীপ। ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে আর্শদীপকে খেলানো হয়নি। ফলে দুবাইয়েও তাঁকে খেলানোর তেমন সম্ভাবনা দেখছে না সংশ্লিষ্ট মহল। হর্ষিত উইকেট এনে দিলেও যথেষ্ট রান খরচ করেন।
আরও পড়ুন: সব পজিশনে একাধিক বিকল্প! এটাই একদিন ভোগাবে দলকে! গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন জাহির খানের
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের পুরো দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।
ভারতীয় দলের রিজার্ভ তথা সাবস্টিটিউট খেলোয়াড়
ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবস্টিটিউট হিসেবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন। তবে তাঁরা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না। প্রয়োজন হলে তাঁদের দুবাইয়ে পাঠানো হবে। যেখানে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলবে।