আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই জানা যাবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহ খেলবেন কি না। কারণ এদিনই রয়েছে আইসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ। জসপ্রীত বুমরাহকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আশা করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়ত ফিরতে পারেন, কিন্তু চোটের যা অবস্থা তাতে তাঁর পক্ষে এই সিরিজে তো কোনওভাবেই খেলা সম্ভব নয়, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
১৫ জনের স্কোয়াডে বুমরাহ-
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ১৫ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও জানুয়ারির ১৮ তারিখে জানিয়েছিল যে জসপ্রীত বুমরাহ হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন, এমন কি তৃতীয় ওডিআইতেও খেলবেন বলে আশায় ছিলেন আগরকর।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
বোর্ডের স্ক্যান রিপোর্ট মেডিক্যাল টিমের কাছে-
জানা যাচ্ছে,বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে সম্প্রতি পিঠে একটি স্ক্যান করা হয় জসপ্রীত বুমরাহর। এবার বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফরা সেই স্ক্যান রিপোর্টই খতিয়ে দেখতে চলেছেন, তারপরই এক দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দেবে বোর্ডের নির্বাচকদের। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, কয়েকদিনের মধ্যে বুমরাহ জিম ট্রেনিং এবং সামান্য বোলিং অনুশীলনও করতে পারেন।
অস্ট্রেলিয়ায় দলকে টানেন বুমরাহ-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলকে একার কাঁধের টেনেছিলেন নিজের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে। কিন্তু দলের বাকি পেসাররা বিশ্রী পারফরমেন্স করায় সব চাপই এসে পড়ছিলন তাঁর ঘাড়ে। যার ফলে চোট পান তিনি শেষ টেস্টের সময়। এরপর টেস্টের মাঝপথেই তিনি খেলা থেকে উঠে যান, আর খেলতে নামেননি। সিরিজও ভারত হারে ১-৩ ফলে।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
বুমরাহর পরিবর্ত কে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ৩২ উইকেট নেওয়া ভারতীয় পেসার গত টি২০ বিশ্বকাপেও ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা গ্রহণ করেন। অধিকাংশ ম্যাচেই স্লগ ওভারে তাঁকে এনে কাজ সামলেছিলেন রোহিত। কিন্তু তিনিই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলে যে গম্ভীর-রোহিতদের চাপ বাড়বে, তা বলাই বাহুল্য। কারণ হর্ষিত রানা বা মহম্মদ সিরাজ, কেউই অভিজ্ঞতা এবং দক্ষতায় এই মূহূর্তে বুমরাহর কাছাকাছি নয়।