মেলবোর্নের প্রথম ইনিংসে স্যাম কনস্টাস ছিলেন ভারতীয় বোলারদের কাছে নিতান্ত অপরিচিত প্রতিপক্ষ। বিশেষ করে জসপ্রীত বুমরাহর কাছে একেবারেই আনকোরা বিপক্ষ ছিলেন অভিষেককারী কনস্টাস। শক্তি-দুর্বলতা বুঝে ওঠার আগেই প্রথম ইনিংসে বুমরাহর বিরুদ্ধে আক্রমণ শানান কনস্টাস। একেবারে শুরু থেকেই স্কুপ, রিভার্স স্কুপের মতো শট খেলে বুমরাহর বিরুদ্ধে বেশ কিছু রান সংগ্রহ করে নেন স্যাম।
প্রথম ইনিংসে বুমরাহর এক ওভারে ১৮ রান সংগ্রহ করেন কনস্টাস, যা আগে কোনও ব্যাটার কখনও করতে পারেননি। প্রথম ইনিংসে বুমরাহর ৩৩টি বল খেলে ৩৪ রান সংগ্রহ করেন ১৯ বছরের অজি ওপেনার। কনস্টাস প্রথম ইনিংসে ৬৫ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে যারপরনাই প্রশংসা কুড়িয়ে নেন বিশেষজ্ঞদের।
বিশেষ করে অজি প্রাক্তনরা ঢালাও প্রশংসা শুরু করেন কনস্টাসের। স্যাম কনস্টাস নিজেও কার্যত উড়তে শুরু করেন অভিষেক টেস্ট ইনিংসে মারকাটারি হাফ-সেঞ্চুরি করে। হাফ-সেঞ্চুরি করে মাঠ ছাড়ার পর থেকেই তিনি দর্শককের বিস্তর অটোগ্রাফ বিলোতে থাকেন। ফিল্ডিং করতে নেমে তিনি দর্শকদের ক্রমাগত উদ্দীপ্ত করতে থাকেন, যাতে তাঁরা গলা চড়িয়ে বিব্রত করতে পারেন ভারতীয় ক্রিকেটারদের।
কনস্টাসের আচরণ ছিল সুপারস্টারসুলভ। অন্যদিকে অজি মিডিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্রাক্তনরা বুমরাহর বিরুদ্ধে কনস্টাসের আগ্রাসী মেজাজ নিয়ে এমন চর্চা শুরু করেন যেন, জসপ্রীত এবার থেকে নিতান্ত সাধারণ মানের বোলারে পরিণত হলেন।
আরও পড়ুন:- Bengal Beat Baroda: ৯৯ নট-আউট অনুষ্টুপ, হার্দিক-ক্রুণালের বরোদাকে হেলায় হারাল বাংলা
বিশ্বের সেরা বোলারকে কয়েকটি বাউন্ডারি মেরেই যে সাধারণ মানে নামিয়ে আনা যায় না, সেটা হাড়ে হাড়ে টের পেলেন স্যাম কনস্টাস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কনস্টাস বুঝে গেলেন কত ধানে কত চাল। জসপ্রীত বুমরাহ এবার আর মাথায় চড়ার সুযোগ দিলেন না আনকোরা ব্যাটারকে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরাহর বিষাক্ত ডেলিভারি বুঝে উঠতে না পেরে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কনস্টাস।
দ্বিতীয় ইনিংসের ৬.৩ ওভারে বুমরাহ ছিটকে দেন অস্ট্রেলিয়ার নবাগত ওপেনারের স্টাম্প। ১৮ বলে ৮ রান করে মাঠ ছাড়তে হয় কনস্টাসকে। তিনি মোটে ১টি চার মারেন।
প্রথম ইনিংসের লাঞ্ছনা ভোলেননি বুমরাহ। তাই দ্বিতীয় ইনিংসে সুদে আসলে তা উসুল করে নেন জসপ্রীত। সচরাচর উইকেট পাওয়ার পরে দু'হাত প্রসারিত করে সাদামাটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় জসপ্রীতকে। তবে এবার কনস্টাসকে বোল্ড করে ঠিক অজি ওপেনারের ঢংয়েই সেলিব্রেশন সারেন বুমরাহ। কনস্টাস যেভাবে দু'হাতের ইশারায় দর্শকদের চিৎকার করার নির্দেশ দিচ্ছিলেন, বুমরাহ ঠিক একইভাবে এবার দর্শকদের চিৎকার করতে বলেন কনস্টাসের মতো করে।
বহু মহাতারকা ব্যাটারকে নিতান্ত সাধারণ মানের ব্যাটারে নামিয়ে এনেছেন বুমরাহ। তবে তাতেও জসপ্রীতকে নিতান্ত নির্বিকার দেখাত। এবার একজন আনকোরা ব্যাটারকে আউট করে এমন সেলিব্রেশনই বলে দিচ্ছিল যে, আঁতে ঘা লেগেছিল ভারতীয় সুপারস্টারের।