ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের ফেলে আসা চেয়ারে বসেছেন দুবারের বিশ্বকাপজয়ী তারকা। ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ ফাইনালে গৌতির ইনিংস এখনও মানুষের মনের মধ্যে রয়েছে। আইপিএলে কেকেআরের দায়িত্ব নিয়েই সাফল্য দিয়েছেন গৌতি। এবার দেশের সম্মান তাঁর কাঁধে। গম্ভীর নিজের ক্রিকেট কেরিয়ারের মতোই সফল হবেন এই পদে আসা রয়েছে ভারতীয় ক্রিকেটমহলের। টি২০ বিশ্বকাপ জেতায় দলের আত্মবিশ্বাসও ভালো জায়গায় থাকবে, ফলে খরা কাটায় পরের আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার থেকে ভালো পারফরমেন্স আশা করা যেতেই পারে। এরই মধ্যে গৌতম গম্ভীরের ভারতীয় দলের কোচ হওয়ার কারণই জানালেন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য যতীন পরাঞ্জপে।
নির্বাচক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য যতীন পরাঞ্জপে বলছেন, ' দলের মধ্যে কোচের প্রতি গ্রহণযোগ্যতা আর সম্মান আসে তখনই যখন তাঁর অতীতের ট্র্যাক রেকর্ড ভালো হয়। আর গৌতম গম্ভীরের ট্র্যাক রেকর্ড অসাধারণ। যুব ক্রিকেটারদের সব সময়ই গৌতম গম্ভীর খুব সাহায্য করে। আর ক্রিকেটারদের মধ্যে ওর জন্য আলাদা একটা সম্মানের জায়গা রয়েছে কারণ গম্ভীর সব সময় বড় ম্যাচের ক্রিকেটার। এখনকার ক্রিকেটারদের মনে আছে ওর ২০০৭ আর ২০১১ সালের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা। '
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই এখন ভারতীয় দলের লক্ষ্য বলে জানাচ্ছেন সিএসির এই সদস্য। তাঁর কথায়, ‘আমরা জানতে চেয়েছিলাম কোচের পরবর্তী লক্ষ্য এবং পথ কি হতে চলেছে। ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় দলের এফটিপি রয়েছে, ফলে প্ল্যানিংয়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। এই মূহূর্তে ভারতীয় দলে প্রতিভার সংখ্যা প্রচুর, ঠিক কিভাবে তিন ফর্ম্যাট মিলে তাদের ব্যবহার করা হবে, সেটাও একটা জানার বিষয় ছিল। সামনে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ রয়েছে যেটা আমরা এখনও জিতিনি। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ রয়েছে, পরের বছর ইংল্যান্ড সফর আছে। সেই সব নিয়েই নতুন কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল। ’
যতীন পরাঞ্জপে আরও বলেন, ‘ উঠতি প্রতিভাদের জন্য ক্যালেন্ডার প্ল্যান করার চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও জোর দিতে বলা হয়েছে, আর দলের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে গম্ভীর। আমরা আগেই ওর নাম ঘোষণা করলে ভুল বার্তা যেত, তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। বিশ্বকাপের সময় কোচের নাম ঘোষণা করলে দলের ফোকাস নষ্ট হতে পারত। ’