শুভব্রত মুখার্জি:- দিন-রাতের টেস্ট অর্থাৎ গোলাপি টেস্ট ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। টেস্ট ক্রিকেটের প্রতি যে জনসমর্থন একটু হলেও কমেছে সেই জনসমর্থন ফিরিয়ে আনতেই এই গোলাপি টেস্ট চালু করা হয় আইসিসির তরফে।
প্রায় সমস্ত দেশ এই মুহূর্তে টেস্ট সিরিজ খেললে অনেক সময়েই একটা টেস্ট অন্ততপক্ষে গোলাপি টেস্ট রাখা হয়। তবে কোন অজ্ঞাত কারণে ভারতের অর্থাৎ বিসিসিআইয়ের এই গোলাপি টেস্ট খেলার বিষয়ে অ্যালার্জি রয়েছে। বলা ভালো গোলাপি টেস্ট খেলতে ভারতীয় দলের কিছুটা হলেও গড়িমসি রয়েছে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। কী জানিয়েছেন তিনি আসুন জেনে নেওয়া যাক।
ভারত শেষবার গোলাপি টেস্ট খেলেছে ২০২২ সালে। এরপর প্রায় দুই বছর কেটে গিয়েছে কিন্তু ভারত একটিও গোলাপি টেস্ট খেলেনি। এবার তারা সেই টেস্ট খেলতে চলেছে। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। টিম ইন্ডিয়া নিজেরা শেষবার গোলাপি টেস্ট আয়োজন করেছিল ২০১৯ সালে। সেবার ভারতীয় দল গোলাপি টেস্ট খেলেছিল ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
এরপর থেকে ভারত তাদের দেশের মাটিতে আয়োজন করেছে তিনটি গোলাপি টেস্ট। ভারত এই বছরের শেষেই বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রায় দুই বছর বাদে খেলতে চলেছে গোলাপি টেস্ট। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ঠিক কি জানিয়েছেন তিনি? আসুন জেনে নেওয়ার চেষ্টা করা যাক।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমরা তো একটা পাঁচ দিনের ম্যাচ দেখতে যাই। সেই জন্য পাঁচ দিনের টিকিট কাটি। কিন্তু খেলাটাই যদি শেষ হয়ে যায় ২-৩ দিনে! তাহলে তো কোনও রকম রিফান্ড আমরা পাব না, তাই না! আমি তাই এই বিষয়টি নিয়ে বেশ ইমোশনাল। আর সেই কারণেই আমরা দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে একটু বেশিই ভাবনা চিন্তা করি।’
এরপর আরো একটি বিষয় নিয়ে তিনি তাঁর মতামত জানিয়েছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে মেয়েদের টি-২০ বিশ্বকাপের আয়োজন কি ভারত করবে? জয় শাহ জানিয়েছেন, 'আমরা পরের বছরেই ৫০ ওভারের মেয়েদের বিশ্বকাপ আয়োজন করছি। আমরা এমন কোনও সিগন্যাল দিতে চাইনা যে, আমরা পরপর দুই বছর দুটি বিশ্বকাপের আয়োজন করব।'