ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে কার্যত একতরফাভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। এবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের শুরুটাও মনে রাখার মতো হল না মেহেদি হাসান মিরাজদের। কিংস্টোনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সস্তায় অল-আউট হয় বাংলাদেশ।
উল্লেখযোগ্য বিষয় হল, কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে অনবদ্য নজির গড়েন জয়ডেন সিলস। এই ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার জন্য নয়, বরং ক্যারিবিয়ান পেসার রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কৃপণ বোলিংয়ের জন্য। তিনি ফিরিয়ে আনেন ৬০ বছর আগের এক স্মৃতি।
বাপু নাদকার্নির স্মৃতি ফেরালেন জয়ডেন সিলস
১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের বাপু নাদকার্নি ৩২ ওভার বল করে ২৭টি মেডেন নিয়েছিলেন। তিনি বাকি ৫ ওভারে ১ রান করে খরচ করেন। অর্থাৎ, ৩২ ওভারে মাত্র ৫ রান খরচ করেন নাদকার্নি। সেই ইনিংসে তাঁর ইকনমি রেট ছিল ০.১৫। টেস্টের ইতিহাসে কৃপণ বোলিংয়ের সর্বকালীন রেকর্ড সেটি।
এবার বাংলাদেশের বিরুদ্ধে কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ১৫.৫ ওভার বল করে ১০টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। সুতরাং, তিনি ওভার পিছু খরচ করেন ০.৩১ রান। একটি কমপ্লিট টেস্ট ইনিংসে অন্তত ১৫ ওভার বল করা কোনও বোলারের দ্বিতীয় সেরা ইকনমি রেট এটি। অর্থাৎ, বাপু নাদকার্নির পরে একটি টেস্ট ইনিংসের সব থেকে কৃপণ বোলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় সিলসের এই ইনিংসের বোলিং পারফর্ম্যান্স।
আরও পড়ুন:- যুব এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শতরান হয়েছে মোট ৭টি, সবাই পাকিস্তানি- তালিকা
সিলস ছাড়া ২০০০ সালের পর থেকে একটি টেস্ট ইনিংসে অন্তত ১৫ ওভার বল করে ওভার প্রতি ০.৫০ রানের কম খরচ করেছেন কেবল উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রির বিরুদ্ধে দিল্লি টেস্টে উমেশের ইকনমি রেট ছিল ০.৪২।
প্রথম ইনিংসে সস্তায় অল-আউট বাংলাদেশ
সিলসের এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অল-আউট হয়ে মাত্র ১৬৪ রানে। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার সাদমান ইসলাম। তিনি ১৩৭ বলে ৬৪ রান করেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। এছাড়া শাহাদত হোসেন ২২, মেহেদি হাসান মিরাজ ৩৬ ও তাইজুল ইসলাম ১৬ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বাংলাদেশের প্রথম ইনিংস স্থায়ী হয় ৭১.৫ ওভার।
সিলসের ৪ উইকেট ছাড়া প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৯ রানে ৩ উইকেট নেন শামার জোসেফ। ৪৫ রান খরচ করে ২টি উইকেট নেন কেমার রোচ। ২৯ রানে ১টি উইকেট নেন আলজারি জোসেফ।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে ৩৭ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ৭০ রান। আপাতত প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। মিকাইল লুইস ১২ রান করে আউট হয়েছেন। ক্রেগ ব্রাথওয়েট ৩৩ ও কেসি কার্টি ১৯ রানে অপরাজিত থাকেন দ্বিতীয় দিনের শেষে।