শনিবার মহিলাদের বিগ ব্যাশ লিগে ম্যাচ ছিল ব্রিসলেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের। সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়ার এই মহিলা লিগও যথেষ্ট জৌলুশ পেয়েছে। দেশ বিদেশের সমস্ত মহিলা তারকা ক্রিকেটাররা সেদেশে এই লিগে খেলতে যাওয়ায় আকর্ষণে একদমই ভাটা পড়েনি বিগ ব্যাশ লিগের, বরং সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়ার এই লিগ।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
মহিলাদের বিগ ব্যাশ লিগের ম্যাচে এদিন মাঠে নেমেছিলেন ভারতের দুই তারকা ক্রিকেটার জেমিমাহ রদ্রিগেজ এবং স্মৃতি মন্ধনা। মাঠে নেমে সম্মুখ সমরে দুই ভারতীয় মহিলা তারকার লড়াইয়ে শেষ হাসি হাসলেন মিডল অর্ডার ব্যাটার জেমিমা রদ্রিগেজ। তাঁর করা অর্ধশতরানে ভর দিয়েই প্রতিপক্ষকে হারাল ব্রিসবেন হিট!
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথ। আশা করেছিলেন প্রতিপক্ষ দলের বিরুদ্ধে রান চেজ করতে সুবিধাই হবে তাঁদের। গাব্বায় অবশ্য রানের নিরিখে ভালো জায়গাতেই পৌঁছে যায় প্রথমে ব্যাট করতে নামা ব্রিসবেন হিট। সৌজন্যে জেমিমা রদ্রিগেজের দুরন্ত পারফরমেন্স।
জেমিমার অর্ধশতরানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে ব্রিসবেন। ওপেনার গ্রেস হ্যারিস করেন ২২ বলে ৩৩ রান। এরপর ফার্স্ট ডাউনে নেমে জেমিমা রদ্রিগেজ করেন ৪০ বলে ৬১ রান। মারেন সাতটি চার এবং ১টি ছয়। অধিনায়ক জেস জনসন এরপর নেমে করেন ২১ বলে ৩২ রান। শেষদিকে ১০ বলে ২৩ রান করেন নাদিন দি ক্লার্ক।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধনা চূড়ান্ত ব্যর্থ হতেই চাপে পড়ে যায় অ্যাডিলেড স্ট্রাইকার। কারণ তাঁদের দলের ওপেনারদের মধ্যে প্রধান ভরসাই ছিলেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি। প্রথম তিন ব্যাটারের কেউই ১০ রানের গণ্ডি টপকাতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা ৪ উইকেটে ১৬৭ রান তোলে, ৮ রানে ম্যাচ হেরে যায়।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
ম্যাচ হেরে গেলেও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মহিলা ক্রিকেটাররা শেষদিকে ব্যাপক লড়াই দেন। তাহলিয়া ম্যাকগ্রাথ করেন ২৫ রান। ৪৭ বলে ৬১ রান করেন উইকেটরক্ষক ব্যাটার ব্রিজ প্যাটারসন। ৩০ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ম্যাডেলিন পেনা। যদিও তাঁদের লড়াই বিফলে যায়, কারণ ম্যাচ থেকে তাঁরা জয় তুলে মাঠ ছাড়তে পারেননি।