ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা বোলারদের মধ্যে সবার ওপরেই থাকবে জেমস অ্যান্ডারসনের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৯৮৭ উইকেট। পেসার হয়েও ফিটনেসের চূড়ান্ত নির্দশন রেখেছেন বছরের পর বছর ধরে। সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন লর্ডসের মাটিতে ১০ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টই তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এখনও পর্যন্ত খেলেছেন ১৮৭ টেস্ট। আর কয়েকটা টেস্ট খেলে দিতে পারলেই সচিন তেন্ডুলকরের নজির ছাপিয়ে যেতে পারতেন ৪১ বছর বয়সি এই তারকা। কিন্তু মন চাইলেও শরীর চাইছে না। একইসঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালামও চাইছেন না। বরং তাঁকে দলের কোচিং স্টাফ হিসেবেই বর্ণময় কেরিয়ারের সমাপ্তির পর নিতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ভাইরাল হল ইংল্যান্ডের কিং অফ সুইংয়ের এক বোলিংয়ের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে নিজের জাতীয় দলের সতীর্থকেই ক্লিন বোল্ড করছেন জিমি।
আরও পড়ুন-IPL-এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামের জের, গারদে ঠাই ক্রিকেটভক্তের
ভারতে ইংল্যান্ড কয়েক মাস আগে সিরিজ খেলতে এসেই বুঝতে পেরেছিল, বয়স হয়ত আর সঙ্গ দিচ্ছে না জিমি অ্যান্ডারসনের। চার ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন ১০ উইকেট। প্রথম টেস্টে বিশাখাপত্তনমে পাঁচ উইকেট নেওয়ার পর রাজকোটে নিয়েছিলেন মাত্র এক উইকেট। এরপর রাঁচি এবং ধর্মশালাতে দুটি করে উইকেট নিয়েছিলেন। তখনই বোঝা গেছিল, ব্যাজবল খ্যাত ক্রিকেট খেলা ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম খুব বেশিদিন এভাবে জিমিকে টেনে নিয়ে যাবেন না। সেই আশঙ্কাই সত্যি হয়। তবে ইংল্যান্ড ক্রিকেটে জিমির অবদান কেউই অস্বীকার করতে পারবেন না। সতীর্থরা বলছেন, লর্ডস ম্যাচের প্রত্যেকটা বলই তাঁরা উপভোগ করবেন। এরই মধ্যে জিমির এক ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-IPL-এর মাঝপথে বিদেশিরা দল ছাড়লে শাস্তির নিদান গাভাসকরের, বাদ যায় না যেন বোর্ডও
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন বোলিং করছেন জো রুটকে। সেখানেই অনবদ্য সুইয়ে সরাসরি উইকেট ছিটকে গেল রুটের। ঠিক মতো বল বুঝে উঠতেই পারলেন না ইংল্যান্ডের অন্যতম সেরা এবং অভিজ্ঞ ব্যাটার রুট। প্রসঙ্গত ইয়র্কশায়ারের হয়ে খেলেন জো রুট, জেমস অ্যান্ডারসন খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে।
আরও পড়ুন-IPL 2024- শাহরুখের কোন চালে বাজিমাত নাইটদের, রহস্য ফাঁস করলেন সিধু, দেখুন ভিডিয়ো
২০২৫-২৬ সালের অ্যাশেজ সিরিজকে মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ফলে জিমিও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তাঁর পক্ষে প্রায় দেড় বছর পর অ্যাসেজে নামার থেকে এই সময়টা উঠতি ক্রিকেটারদের দেওয়াই উচিত কাজ। সেক্ষেত্রে তাঁরা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে পারবে অ্যাশেজে।