এসএ২০ লিগ চলছে পুরো দমে। বিশ্বের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারই খেলছে দঃ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে। টি২০ লিগ এমনিতেই বেশ জনপ্রিয় হয় টানটান প্রতিযোগিতা হওয়ার কারণে। এবার সাউথ আফ্রিকার সেই লিগে দেখা মিলল এক অদ্ভূত ঘটনা, যা ক্রিকেট সমর্থকদের মনে করিয়ে দিল ১৯৯৯ সালের দঃ আফ্রিকার এক ম্যাচের কথা।
দৌড়াতে গিয়ে ক্যাচ মিস নিশামের-
আসলে সাউথ আফ্রিকার এসএ২০র ম্যাচে জিমি নিশাম দুর্দান্ত একটা ক্যাচ নেন, কিন্তু এরপর দৌড়াতে গিয়ে তাঁর হাত থেকে বল স্লিপ কেটে যায়। আর সেরকমই একটা ঘটনা ঘটেছিল ১৯৯৯ সালে দঃ আফ্রিকার তারকা ক্রিকেটার হার্শাল গিবসের সঙ্গে। যিনি ক্যাচ নেওয়ার পর সেলিব্রেশন করতে গিয়ে বল মাটিতে ফেলে দিয়েছিলেন,যার খেসারত দিতে হয় প্রোটিয়াদের।
গিবসকে মনে করালেন নিশাম-
পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচে প্রথমে ফিল্ডিং করছিল প্রিটোরিয়া দল। পঞ্চম ওভারের শেষ বলে জো রুটকে একটু ওপরের দিকে বোলিং করেন জ্যাসন বেহরেনদ্রফ। ডিপ স্কোয়ার লেগে শট খেলেন রুট, বেশ কিছুটা দৌড়ে সেই বল ক্যাচ ধরে নেন জিমি নিশাম। এরপর দৌড়াতে থাকেন নিশাম, আর সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা।
নিশামের মিসে বাউন্ডারি পান রুট-
জিমি নিশামের হাত ফস্কে বেরিয়ে যায় বলটি। এরপর সেই বল গ্রাউন্ডে ড্রপ খেয়ে বাউন্ডারি হয়ে যায়। ততক্ষণে বোলার জ্যাসন বেহরেন্দ্রফ উচ্ছাস করা শুরু করে দিয়েছেন। এরপর সকলে যখন অবাক হয়ে আফশোস করছেন, তখন নিশামের দিকে তাকিয়ে বিষয়টি কি হয়েছে বোঝার চেষ্টা করেন জ্যাসন। তখনই ধারাভাষ্যকাররা বলে ওঠেন গিবসের মতোই ঘটনা ঘটিয়ে ফেলেছেন নিশাম।
১৯৯৯ সালে গিবসের ঘটনা-
১৯৯৯ সালে বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে লিডসে এরকমই ঘটনা ঘটিয়েছিলেন দঃ আফ্রিকার হার্শাল গিবস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে দলকে ৫০ ওভারে ২৭১ রানে পৌঁছাতে সাহায্য করেছিলেন গিবস। কিন্তু এরপর অজিরা যখন ৪০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করেছে, সেই সময় ল্যান্স ক্লুজেনারের বোলিংয়ে স্টিভ ওয়াহ একটি শট খেলতে যান, যা সরাসরি চলে আসে গিবসের কাছে। কিন্তু হাতে পাওয়া সহজ ক্যাচও গিবস মিস করে বসেন উত্তেজনার বশে। বল ক্যাচ নেওয়ার পর সেলিব্রেট করতে গিয়ে গিবসের হাত থেকে তা বেরিয়ে যায়। এরপর স্টিভ ওয়াহ সেই সুযোগে শতরান করেন এবং দঃ আফ্রিকা ম্যাচ হেরে যায়। এরপর অজিরা সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
২টি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন নিশাম-
নিশামের এই ভুলের পর জো রুট ৫৬ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। সেই সুবাদে পার্ল রয়্যালসের রান পৌঁছায় ২০ ওভারে ১৪০ রানে। ২০২৪ সালে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০তে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন। এরপর থেকে আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না। ২০১৯ ওডিআই এবং ২০২১ টি২০ বিশ্বকাপের রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন জিমি নিশাম।