SA20র প্রথম ম্যাচেই জয় জোবার্গ সুপার কিংসের! DLS মেথডে MIকে ৬ রানে হারাল সুপার কিংসরা
Updated: 12 Jan 2025, 09:30 AM ISTসাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচে জয় পেল জোবার্গ সুপার কিংস। শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলেই রেখেছিল ফ্যাফ ডুপ্লেসিসের দল। এমআই কেপ টাউনের ব্যাটিং নড়বড়ে দেখাচ্ছিল। বড় রানে কেপটাউনকে যেতে দেয়নি শামসি, জোনসরা। শেষ পর্যন্ত ম্যাচ ডিএলএস মেথডে ৬ রানে জিতল জোবার্গ।
পরবর্তী ফটো গ্যালারি