ইংল্যান্ডের বিরুদ্ধ ক্রাইস্টচার্চ টেস্টে ডব্লিউটিসি ফাইনালে যওয়ার সমীকরণের জন্যই বাড়তি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। তবে ইংল্যান্ডের কাছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কোনও সুযোগ নেই। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ব্যক্তিগতভাবে জো রুটের কাছে গুরুত্বপূর্ণ সন্দেহ নেই। কেননা এটি তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারের ১৫০ তম টেস্ট ম্যাচ।
যদিও মাইলস্টোন টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন রুট। তিনি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় দিনে ব্যাট হাতে ইংল্যান্ডকে নির্ভরতা দেন হ্যারি ব্রুক। ফলে প্রথম ইনিংসের নিরিখে কিউয়িদের থেকে লিড নেওয়ার পথে এগিয়ে চলেছে ব্রিটিশরা।
মাইলস্টোন ম্যাচে হতাশাজনক নজির জো রুটের
উল্লেখযোগ্য বিষয় হল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার হতাশাজনক নজির গড়েন রুট। তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ে মোট ৮ বার খাতা খুলতে ব্যর্থ হন। এই নিরিখে রুট পিছেন ফেলে দেন বিরাট কোহলি, স্টিভ স্মিথদের। স্মিথ ও কোহলি উভয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মোট ৭ বার করে শূন্য রানে আউট হয়েছেন।
ক্রাইস্টচার্চ টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা প্রথম দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৩১৯ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৪৮ রানে। কিউয়িরা ব্যাট করে সাকুল্যে ৯১ ওভার।
কেল উইলিয়ামসন দলের হয়ে সব থকে বেশি ৯৩ রান করেন। ১৯৭ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। টম লাথাম ৪৭, রাচিন রবীন্দ্র ৩৪, ডারিল মিচেল ১৯, টম ব্লান্ডেল ১৭, গ্লেন ফিলিপস অপরাজিত ৫৮, ম্যাট হেনরি ১৮ ও টিম সাউদি ১৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে ৪টি উইকেট নেন ব্রাইডন কার্স। ৬৯ রানে ৪টি উইকেট নেন শোয়েব বশির। ৬১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন গাস অ্যাটকিনসন।
প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে ইংল্যান্ড
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩১৯ রান সংগ্রহ করে। তারা ব্যাট করেছে ৭৪ ওভার। ইতিমধ্যেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন হ্যারি ব্রুক। তিনি ১৬৩ বলে ১৩২ রান তুলে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন। ব্রুক মারেন ১০টি চার ও ২টি ছক্কা। ওলি পোপ ৭৭ রান করে সাজঘরে ফেরেন। ৯৮ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন।
৬২ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন বেন ডাকেট। তিনি ৬টি চার মারেন। ৭৬ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন বেন স্টোকস। তিনি ৪টি চার মেরেছেন। জো রুট ছাড়াও খাতা খুলতে পারেননি জ্যাক ক্রলি। ১০ রান করে সাজঘরে ফেরেন জেকব বেথেল।
নিউজিল্যন্ডের হয়ে এখনও পর্যন্ত ২টি উইকেট নিয়েছেন ন্যাথন স্মিথ। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ম্যাট হেনরি ও উইলিয়াম ও'রোর্ক। আপাতত নিউজিল্যান্ডের থেকে ২৯ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।