বাংলা নিউজ > ক্রিকেট > Joe Root: সচিনের রেকর্ড রুট ভাঙলেই বিসিসিআইকে….ভবিষ্যতে কী হবে, আগাম বলে দিলেন মাইকেল ভন

Joe Root: সচিনের রেকর্ড রুট ভাঙলেই বিসিসিআইকে….ভবিষ্যতে কী হবে, আগাম বলে দিলেন মাইকেল ভন

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন (Action Images via Reuters)

প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন মনে করেন সচিনের টেস্টের রানের রেকর্ড খুব শীঘ্রই ভেঙে দেবে জো রুট।  সে বিষয়ে বিসিসিআই কী করে তা দেখার জন্য তিনি উদগ্রীব বলেও জানান।  বর্তমানে সচিনের রেকর্ডের থেকে মাত্র ৩৫০০ রান দূরে রয়েছে রুট। 

সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করার হাত থেকে আর মাত্র কিছু রান দূরে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।  একদা ইংল্যান্ডের ক্যাপ্টেন রুট মাস্টার ব্লাস্টারের রেকর্ডের থেকে মাত্র ৩ হাজার ৫০০ রান দূরে রয়েছে। বর্তমানে জো রুটের বয়স ৩৩ আর তিনি যত টেস্ট ম্যাচ খেলছেন তত আশা জাগাচ্ছেন সেই রেকর্ড ছোঁয়ার। শ্রীলঙ্কার সঙ্গে তাঁর অনবদ্য দ্বিশতরান যেন সেই কাঙ্খিত মুকুটের কাছে এগিয়ে যাওয়ার জয়ধ্বনি। বিগত ২০ বছর ধরে অক্ষত রয়েছে সচিনের সেই রেকর্ড।  তবে ক্রিকেটে কথিত আছে রেকর্ড সৃষ্টিই হয় ভাঙার জন্য।  যদি জো রুট ২০ বছরের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসর ঘটিয়ে রেকর্ড ভাঙতে পারে তাহলে মনে হয় না খুব একটা অখুশি হবেন মাস্টার ব্লাস্টার।  কারণ বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার যে তাঁর রেকর্ড ভাঙবেন।  

বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ৪ ক্রিকেটারের মধ্যে একজন রুট।  যদি তিনি সচিনের রেকর্ড ভাঙতে পারেন সেক্ষত্রে অবশ্যই বাকিদের থেকে এগিয়ে যাবেন। আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন ইংল্যান্ড দলের অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘শুধুমাত্র সময়ের অপেক্ষা, টেস্ট ক্রিকেটের শীর্ষে বিরাজ করবে জো রুট।’ তিনি বলেন, ‘বিসিসিআই নিজেদের সবকিছু দিয়ে চেষ্টা করবে এই রেকর্ডটি যেন কোনও ভারতীয় ভাঙে।’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুটের খেলার প্রশংসা করেন।  এখনও জো রুটের কাছে ৩ বছরের সময় আছে।  সে যেই ভাবে খেলছে তাতে যদি রেকর্ড না ভাঙতে পারে তাহলে আমি অবাক হবো।  ভন বলেন, ‘বিসিসিআই কোনও অবস্থাতেই চাইবে না কোনও ইংরেজ এই রেকর্ড ভাঙুক। তাঁরা সবসময় চাইবে কোনও ভারতীয় ব্যাটসম্যানই এই তালিকার শীর্ষে থাকুক।’

যদি বর্তমানে টেস্ট ক্রিকেটে রান রান সংগ্রহের তালিকার দিকে নজর দেওয়া যায় তবে বোঝা যাবে জো রুটের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলির এখন বয়স ৩৬।  তাই তাঁর পক্ষে সচিনের রেকর্ড স্পর্শ করা বেশ কষ্টকর।  তবে কিছু বছর আগেও সব ফরম্যাটেই এগিয়ে ছিলেন কিং কোহলি।  কিন্তু বর্তমান পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটের বেতাজ বাদশাহ হওয়ার দৌড়ে এগিয়ে জো রুট।  এবিষয়ে প্রাক্তন অজি তারকা গিলক্রিস্ট জানান, এখনই এই বিষয়ে আমি কিছু বলব না।  আগামী বছরের অ্যাসেজের পর আমি এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব।’

ক্রিকেট খবর

Latest News

'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব' SOP মেনে তদন্ত করেনি পুলিশ, লোপাট হয়ে থাকতে পারে প্রমাণ: নির্ভয়া মামলার অফিসার ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান? গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.