শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংসেই শতরান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ডের সামনে রয়েছেন রুট। এই মূহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন ৩৪টি শতরানে। এছাড়াও করেছেন ১২৩৭৭ রান। টেস্টের ইতিহাসে অধিকাংশ বড় রেকর্ডই নামের পাশে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। সব ক্রিকেটারেরই ইচ্ছা থাকে লিটল মাস্টারের রেকর্ড ভাঙার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর নিজের নামের পাশে যে রেকর্ডগুলো লিখে গেছে তা সহজে ভেঙে ফেলা যায় না মোটেই। যদিও লঙ্কানদের বিপক্ষে জোড়া শতরানের পর সচিনের রেকর্ড জো রুট ভাঙতে পারবেন বলে আশা দেখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন-মেহেদির ঘূর্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভান্টেজ বাংলাদেশ…
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে রয়েছে ১৫৯২১ রান, এছাড়াও ৪৯টি শতরান। দুই রেকর্ডের মধ্যে শতরানের রেকর্ড তাঁর পক্ষে ভাঙা অসম্ভব। তবে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড রুট ভাঙলেও ভাঙতে পারেন বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও মাস্টার ব্লাস্টারের থেকে ৩৫০০-র বেশি রানে পিছিয়ে রয়েছেন রুট, তবে প্রতি বছর প্রায় ১০-১২টি টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে মাস্টার ব্লাস্টারের রেকর্ডের কাছে পৌঁছাতে পারবেন রুট, আশা রয়েছে ইসিবির।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নেওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা প্রসঙ্গে জো রুট বলছেন, ‘ আমি এসব নিয়ে এখনই ভাবছি না। আমি শুধু রান করে যেতে চাই, আর দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে চাই। যত বেশি সম্ভব রান করতে চাই, বাকিটা দেখা যাবে। তবে এর থেকে ভালো আর কিছুই হয়ত হতে পারে না। এর আনন্দটাই আলাদা। এটা অস্বীকার করলে মিথ্যা কথা বলা হবে, কারণ এরকম শতরান করার মজা সব সময়ই আলাদা। তবে দলের জয়ের থেকে বড় কিছুই হতে পারে না। তাই যত বেশি সম্ভব রান করতে হবে আর দলকে জেতানোর চেষ্টা করতে হবে, এই বিষয়তেই ফোকাস করা উচিত। আশা করব এমন ভালো দিন আগামী দিনে আরও বহুবার আসবে। ’
আরও পড়ুন--লর্ডসে ইতিহাস জো রুটের! দুই ইনিংসেই শতরান! ধাওয়া করা শুরু মাস্টার ব্লাস্টারকে…
নিজের ৩৪তম শতরান করে দলের প্রাক্তন অধিনায়ক অ্যালিয়েস্টার কুককে ছাপিয়ে গেছেন জো রুট। প্রাক্তন ইংরেজ ওপেনার তথা সতীর্থকে নিয়ে রুট বলছেন,' ও বরাবরই আমার পাশে থেকেছে। আগের দিন অনেক কথা হয়েছে। শুরু থেকেই আমায় খুব সাহায্য করেছে আর পাশে থেকেছে। এরপর ওকে গিয়ে একবার জড়িয়ে ধরব।'