ছেলে ও মেয়েদের বিভাগে লড়াইয়ে ছিলেন দুই ভারতীয় তারকা। শেষমেশ শিকে ছিঁড়ল না কারও ভাগ্যেই। জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে পিছিয়ে পড়তে হল বরুণ চক্রবর্তী ও গঙ্গাদি তৃষাকে। তাঁদের টপকে আইসিসির প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কার জিতলেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।
যদিও বরুণ ও তৃষার পুরস্কার না জেতা অবাক করতে পারে ক্রিকেটপ্রেমীদের। কেননা বরুণ ছাড়া ছেলেদের বিভাগে মনোনীত দুই ক্রিকেটারই নিতান্ত সুবিধাজনক পরিস্থিতিতে নিজেদের পারফর্ম্যান্স মেলে ধরেন। অন্যদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করাতে ব্যাটে-বলে মুখ্য ভূমিকা নেন তৃষা।
ছেলেদের বিভাগে কারা মনোনীত হয়েছিলেন
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে দুর্দান্ত বল করার সুবাদে আইসিসির প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হন বরুণ চক্রবর্তী। তাঁর লড়াই ছিল পাক স্পিনার নোমান আলি ও ক্যারিবিয়ান তারকা জোমেল ওয়ারিকানের সঙ্গে। নোমান জানুয়ারি মাসে ১২.৬২ গড়ে সাকুল্যে ১৬টি টেস্ট উইকেট দখল করেন। ওয়ারিকান জানুয়ারি মাসে ৪২.৫০ গড়ে ৮৫ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে বল হাতে ৯টি উইকেট তুলে নেন।
বরুণ জানুয়ারি মাসে ৪টি টি-২০ ম্য়াচে মাঠে নেমে ৯.৪১ গড়ে সংগ্রহ করেন মোট ১২টি উইকেট। তিনি ওভার প্রতি ৭.০১ রান খরচ করেন। বরুণ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ২৩ রানে ৩টি উইকেট নেন। তিনি দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। তৃতীয় টি-২০ ম্যাচে মাত্র ২৪ রান খরচ করে ৫টি উইকেট পকেটে পোরেন বরুণ। তিনি চতুর্থ টি-২০ ম্যাচে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। যদিও চূড়ান্ত বিচারে পুরস্কার ওঠে ওয়ারিকানের হাতে।
মেয়েদের বিভাগে কারা মনোনীত হয়েছিলেন
গঙ্গাদি তৃষা ছাড়া মেয়েদের বিভাগে জানুয়ারির সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও ওয়েস্ট ইন্ডিজের করিশ্মা রামারক। মুনি জানুয়ারি মাসে ৩টি টি-২০ ম্যাচে ২১৩ রান সংগ্রহ করেন। ৩টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৯০ রান করেন তিনি। করিশ্মা জানুয়ারি মাসে ৩টি ওয়ান ডে ও ২টি টি-২০ মিলিয়ে মোট ৮টি উইকেট সংগ্রহ করেন।
অন্যদিকে তৃষা জানুয়ারি মাসে ছোটদের বিশ্বকাপের ৬টি ম্যাচে মাঠে নেমে ১টি শতরান-সহ ২৬৫ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে বল হাতে তিনি তুলে নেন ৪টি উইকেট। গঙ্গাদি তৃষা বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন। তা সত্ত্বেও তৃষাকে টপকে পুরস্কার জেতেন মুনি।