আগামী আইপিএলে কি ইমপ্যাক্ট প্লেয়ার রুল থাকবে? ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনার পর সম্ভবত সেই নিয়ম জারি রাখতে চলেছে বিসিসিআই। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা খোদ অলরাউন্ডারদের ভূমিকা কমে যাওয়ায় এই নিয়মের বিরোধী ছিলেন, যদিও বোর্ড হয়ত তাঁর কথায় কর্ণপাত না করে উপভোগ্য ক্রিকেটের আশায় এই নিয়ম জারি রাখতে চলেছে। আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ে মহম্মদ সিরাজের মতো তারকা পেসাররাও মুখ খুলেছিলেন, কারণ ব্যাটাররা অতিরিক্ত সুবিধা পেয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছিল। এরই মধ্যে এবার ইমপ্যাক্ট প্লেয়ার রুলের বিরোধিতা করে বসলেন দঃ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টস দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস। সরাসরি অলরাউন্ডারদের ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তার কথা জানাচ্ছেন প্রোটয়াদের এই প্রাক্তনী।
আরও পড়ুন-মেহেদির ঘূর্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভান্টেজ বাংলাদেশ…
ইমপ্যাক্টে প্লেয়ার নিয়মের বিরোধিতা করে জন্টি রোডস বলছেন, ‘ আমার এখানে একটা প্রশ্ন আছে ইমপ্য়াক্ট প্লেয়ার রুল নিয়ে। কারণ ক্রিকেটাররা এখানে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে বটে। তবে আমি চিন্তিত অলরাউন্ডারদের ভবিষ্যৎ নিয়ে। কারণ অলরাউন্ডারের কাজটা সহজ হলেও তাঁর গুরুত্ব অপরিসিম। কারণ অলরাউন্ডারদের আইপিএল বাদে টি২০, ওডিআই এবং টেস্ট, সব ফর্ম্যাটেই প্রয়োজন। ’
আরও পড়ুন-লর্ডসে ইতিহাস জো রুটের! দুই ইনিংসেই শতরান! ধাওয়া করা শুরু মাস্টার ব্লাস্টারকে…
জন্টি রোডস বলছেন, ‘ আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের খুব বড় সমর্থকও তাই হতে পারছি না। কিংবা এটাও হতে পারে, আমি অতটাও বুদ্ধিমান নই যে কখন কোন ক্রিকেটারকে ব্যবহার করতে হয়। তবে এটা আমার কাজও নয়, ইমপ্যাক্ট প্লেয়ারদের মাঠে পাঠানো, তাই সেটা নিয়ে আমার ঘুম হচ্ছে না তেমনটাও নয়। আমি সব সময়ই খেলায় পরিবর্তনের পক্ষে আর যাতে খেলাটা আরও বেশি উপভোগ্য ও প্রতিযোগিতামুলক হয়ে ওঠে। আর আমার মনে হয় সেটা হয়েছে। কারণ গত মরশুমে প্রচুর রান উঠেছে। তবে আমি এখনও অলরাউন্ডারদের নিয়ে সত্যিই খুব চিন্তিত। বিশেষ করে টি২০ ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা এবং কার্যকরিতা নষ্ট করে দিচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার রুল।’
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নেওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
শেষ কয়েক বছর ধরেই লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে জড়িত দঃ আফ্রিকার এই তারকা কোচ। আগামী মরশুমের জন্য আইপিএলের আগে দলের মেন্টর হিসেবে জাহির খানকে নিযুক্ত করেছে এলএসজি টিম ম্যানেজমেন্ট। গত আইপিএল লখনউ দল আইপিএলের প্লে অফেও উঠতে পারেনি।