আইপিএলের নিলাম হবে চলতি মাসের। মেগা নিলামে শতাধিক তারকার ভাগ্য নির্ধারণ হবে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো করেই দল গুছিয়ে নেবে। সেরা দল গড়তে তাঁরা তাঁদের পছন্দের ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যেই আইপিএলের নিলাম অনুযায়ী রিটেনশের কাজ সেড়ে ফেলেছে সব দল। রাজস্থান রয়্যালস দলে রিটেন করেছে ৬ ক্রিকেটারকে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায়।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
রাজস্থানকে নিয়ে কিসের ইঙ্গিত বাটলারের?
রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলারের। দীর্ঘদিন ধরেই আইপিএলে খেলছেন ইংল্যান্ড দলের সিমিত ফরম্যাটের অধিনায়ক। এবারে রাজস্থান দল তাঁকে রিটেন করার সিদ্ধান্ত নেয়নি। এরপরই সোশাল মিডিয়ায় পুরোনো দলকে আবেগঘন বার্তা দিলেন বাটলার, সঙ্গে বুঝিয়ে দিলেন আর হয়ত ফিরবেন না।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
রিটেন হেতমায়ের, বাদ বাটলার-
কিছুটা অপ্রত্যাশিতভাবেই যশস্বী জয়লওয়াল, সঞ্জু স্যামসনদের সঙ্গে রিটেন করা হয়নি ইংল্যান্ডের ক্রিকেটার তথা দলের সাম্প্রতিককালে অন্যতম সেরা ভরসা জোস বাটলারকে। পারফরমেনসের দিক থেকে অনেক ক্রিকেটারের থেকেই এগিয়ে ছিলেন ইংরেজ অধিনায়ক, অথচ ওপেনিংয়ে তাঁকে না রেখে, মিডল অর্ডারের ক্যারিবিয়ান ব্যাটার সিমরন হেতমায়েরকে দলে রাখে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট।
সঞ্জুকে দিয়ে ওপেনিংয়ের ভাবনা-
এই রিটেনশন থেকে একটা বিষয় কিছুটা বোঝা গেছিল, যশস্বী জয়লওয়ালের সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তাভাবনা করছে ফ্র্যাঞ্চাইজি। কারণ ভারতীয় দলেও সম্প্রতি ওপেনিং করেছেন সঞ্জু। ওপেনিংয়ে দুই ব্যাটার পেয়ে যাওয়ায় আর বাটলারকে তাঁরা দলে রিটেন করতে চায়নি। পরিবর্তে হার্ড হিটিং ব্যাটার হেতমায়েরকে সই করান তাঁরা। আর এরপরই বড় বার্তাই দিলেন বাটলার।
৭ মরশুম ধরে অনেক ভালো সময় কাটিয়েছি-
সোশাল মিডিয়ায় পোস্ট করে বাটলার লিখেছেন, ‘এটাই যদি আমার সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্কের শেষ হয়, তাহলে গত সাত বছর ধরে কাটানো অভিজ্ঞতার জন্য আমি অত্যন্ত খুশি। গোলাপি জার্সিতে ২০১৭ সাল থেকে শেষ ৬ বছর ধরে আমার কেরিয়ারের অনেক সুন্দর সময় আমি কাটিয়েছি এই ফ্র্যাঞ্চাইজিতে। আমাদের সাদরে গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ, আরও অনেক কিছুই লিখতে পারি। কিন্তু এখানেই শেষ করলাম ’।