বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন মহম্মদ রিজওয়ান। ব্যাট হাতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং সেঞ্চুরি করেন। এক সময় পাকিস্তানি দলকে কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছিল। কিন্তু এর পর সেঞ্চুরি করে তাদের সমস্যা থেকে মুক্তি দেন মহম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। সেঞ্চুরি করে একের পর এক রেকর্ড গড়েছেন রিজওয়ান। যেখানে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
ঋষভ পন্তকে পিছনে ফেলেছেন মহম্মদ রিজওয়ান
বাংলাদেশের বিরুদ্ধে ২৩৯ বলে অপরাজিত ১৭১ রান করেন মহম্মদ রিজওয়ান। নিজের ইনিংসে তিনি মারেন ১১টি চার ও তিনটি ছক্কা। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন রিজওয়ান। দুই বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করতে সফল হয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক হয়েছেন মহম্মদ রিজওয়ান। তিনি এখন পর্যন্ত WTC তে ১৬৫৮ রান করেছেন।
আরও পড়ুন… আনোয়ার আলির বিষয়ে প্লেয়ার্স স্টেটাস কমিটির সিদ্ধান্ত আগামী সপ্তাহে, নিষেধাজ্ঞার সম্ভাবনা
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল ঋষভ পন্তের নামে। তিনি ১৫৭৫ রান করেছিলেন। এখন মহম্মদ রিজওয়ান তার রেকর্ড ভেঙে এক নম্বরে উঠে এসেছেন। গাড়ি দুর্ঘটনার পর এখনও পর্যন্ত আর একটি টেস্ট ম্যাচও খেলেননি ঋষভ পন্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা উইকেটরক্ষক:
মহম্মদ রিজওয়ান- ১৬৫৮ রান
ঋষভ পন্ত- ১৫৭৫ রান
অ্যালেক্স ক্যারি- ১৩৩৯ রান
লিটন দাস- ১১৫৬ রান
জোশুয়া ডি সিলভা- ১১২৯ রান
আকমলকে টপকে গেলেন রিজওয়ান-
মহম্মদ রিজওয়ান ২০০৯ সালের পর প্রথম পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ১৫০-এর বেশি রান করেছেন। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কামরান আকমল। পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ইনিংস নিয়ে উইকেটরক্ষক হয়েছেন রিজওয়ান।
বাটলারকে পিছনে ফেললেন রিজওয়ান-
জোস বাটলার, ঋষভ পন্ত এবং কুইন্টন ডি ককদেরও পিছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন রিজওয়ান। তাঁর এই নকটি ইতিহাস তৈরি করেছে। WTC ইতিহাসে একজন উইকেটরক্ষকের জন্য জোস বাটলারের দ্বিতীয় সেরা নক রয়েছে, ২০২০ সালে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ১৫২ রানের নক খেলেছিলেন। এদিকে, ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ রান করেন পন্ত এবং এটি ছিল কোন উইকেটরক্ষকের একটি ইনিংসে তৃতীয়-সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক চতুর্থ স্থানে রয়েছেন। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১৪১ রানের নক খেলেছিলেন তিনি।
২০১৬ সালে পাকিস্তানের হয়ে অভিষেক
২০১৬ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক করেছিলেন মহম্মদ রিজওয়ান। সরফরাজ আহমেদের আমলে প্লেয়িং ইলেভেনে খুব একটা সুযোগ পাননি তিনি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তিনি তার শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রাখেন। এরপর যখনই টেস্টে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। সেটাকে পুঁজি করে দুর্দান্ত ইনিংস খেলেছেন রিজওয়ান। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩১টি টেস্ট ম্যাচে তিনি ১৭৮৭ রান করেছেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর।