বুধবার ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। অভিষেক শর্মা-বরুণ চক্রবর্তীদের দাপটের সামনে ৭ উইকেটে পরাজিত হতে হয় থ্রি লায়ন্সদের। তবে ম্যাচ হারলেও নিজের কর্মকাণ্ডে মন জয় করলেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ইডেনে ম্যাচের আগে ভারতের বিশেষভাবে সক্ষম দলের ক্রিকেটার ধর্মবীর পালের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। ধর্মবীর অনেকদিন ধরেই ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন। সম্প্রতি বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের জন্য আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি ব্যাট নিয়ে ধর্মবীরের দিকে এগিয়ে যান বাটলার। সেই সময় হুইলচেয়ারে বসে ছিলেন পাল। তিনি এরপর জোসের বাড়িয়ে দেওয়া ব্যাটে সই করে দেন।
অন্যদিকে এদিন ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হতে হয় ইংল্যান্ডকে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই ফিল সল্টকে আউট করে প্রথম ধাক্কা দেন আর্শদীপ সিং। ৩ নম্বরে ব্যাট করতে নেমে দুরন্ত পারফর্ম করেন জোস বাটলার। ৪৪ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি চার এবং ২টি ছয়। এদিন বাটলার ছাড়া একমাত্র হ্যারি ব্রুক (১৭) এবং জোফ্ৰা আর্চার (১২) ডবল ডিজিট রান করতে সক্ষম হয়েছিলেন। ভারতের হয়ে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ১৭ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং, ৪২ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং ২২ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।
নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় ভারত। ওপেনার হিসাবে ভালোই শুরু করেছিলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। ২৬ রানে আউট হয়ে যান সঞ্জু। তবে মারকাটারি ব্যাটিং জারি রাখেন অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি ছক্কা এবং ৫টি চার। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দেন তিলক বর্মা। ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। একদম শেষ মুহূর্তে অভিষেক আউট হয়ে যাওয়ায় ব্যাট করতে নামেন হার্দিক। ৪ বলে ৩ করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ ৭ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারতের পরবর্তী ম্যাচটি রয়েছে ২৫ জানুয়ারি।