প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার এবং ঋষভ পন্ত আগামী বছরের আইপিএলে একইসঙ্গে কাজ করবেন। এবারের আইপিএলের নিলামে রেকর্ড অর্থে পন্তকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। একসঙ্গে কাজ করার আগে অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যাঙ্গার মেনে নিলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার তাঁর কাছে নেমেসিসের মতোই ছিলেন।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আসলে ঋষভ পন্ত ২০১৮-১৯ সালে এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারতীয় দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ব্যাট হাতে রান করে গতবার গাব্বায় ম্যাচ জেতানোর পাশাপাশি একাধিক ম্যাচে তিনি অজি বোলারদের শাসন করেছেন, যখন দলের বাকি ব্যাটাররা গুটিয়ে থেকেছেন। এই বিষয়টাই আরও বেশি করে ভাবিয়ে তুলেছিল জাস্টিন ল্যাঙ্গারকে। ২০২৪ সালের আইপিএলের আগেই এলএসজির হেড কোচ পদে বসেন অস্ট্রেলিয়ান ল্যাঙ্গার।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
ল্যাঙ্গারের নেমেসিস পন্ত-
ভারত বনাম অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট চলাকালীন ভারতীয় ব্যাটারদের বিপর্যয়ের সময় ঋষভ পন্ত যখন ব্যাট হাতে লড়ছিলেন, তখন তাঁর প্রশংসা করেই ল্যাঙ্গার লাইভ সম্প্রচারে বলেন, ‘ঋষভ পন্ত আমায় আতঙ্কিত করে তুলেছিল গত দুবারের সিরিজে। আর এক সপ্তাহ আগে ওই আমার সব থেকে প্রিয় পাত্র হয়ে গেছে, লখনউ সুপার জায়ান্ট দল ওকে আইপিএলে নেওয়ায়। এখন ও আমার বন্ধু, আর নেমেসিস নয় ’।
আগের দুই সিরিজেই দুরন্ত পারফরমেন্স-
২০১৮-১৯ সাল এবং ২০২০-২১ সালে নিজের ভয়ডরহীন ব্যাটিংয়ের সৌজন্যে অজি বোলারদের বিপর্যস্ত অবস্থা করে দিয়েছিলেন ঋষভ পন্ত। যেবার ভারত প্রথম টেস্ট সিরিজ জেতে অজিদের ডেরায় ২০১৮-১৯ সালে, সেবার পন্ত করেছিলেন ৩৫০ রান। এরপর দুবছর পর আবার অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ২৭৪ রান করেন। এর মধ্যে প্রথম সফরে তিনি একটি ম্যাচে ১৫৯ রান করেছিলেন, আর দ্বিতীয় সফরে গাব্বায় ভারতীয় দলকে ঐতিহাসিক ম্যাচ জিতিয়েছিলেন। দুই সিরিজই জেতে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
দুই সিরিজে উইকেটের পিছনে ২৮ শিকার-
ব্যাটিং নিয়ে শুধু পন্তের কথা বললে অবশ্য কমই বলা হবে। কারণ উইকেটের পিছনে দুই সিরিজ মিলিয়ে অজিদের মাটিতে ঋষভের ঝুলিতে ছিল ২৮টি শিকার। তাঁর দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জেতে ভারত। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এবার দিল্লি থেকে লখনউতে গেছেন। মনে করা হচ্ছে ল্যাঙ্গারই পন্তের অধিনায়ক হওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন দলের কর্ণধারের সঙ্গে।
২৫ বলে ২৮ রানে অপরাজিত পন্ত-
প্রসঙ্গত পার্থ টেস্টে ভারতীয় দল চাপের মধ্যেই রয়েছে। প্রথম ইনিংসে ঋষভ পন্ত করেছিলেন ২১ রান। দ্বিতীয় ইনিংসে তিনি এখন অপরাজিত রয়েছেন। করেছেন ২৫ বলে ২৮ রান, মেরেছেন পাঁচটি চার। আসলে অজি বোলাররা চেপে বসায় পাল্টা মারের রাস্তাতে হেঁটেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।