ওটা যে 'অ্যাক্টিং' ছিল, সেটা সকলেই জানতেন। এবার 'অ্যাক্টর' গুলবদিন নায়েব নিজেই স্বীকার করে নিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে সময় নষ্ট করার জন্যই হ্যামস্ট্রিং ধরে মাঠের মধ্যে শুয়ে পড়েছিলেন। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তুমুল হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। হাসি থামাতে পারেননি ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকাররাও। বিশেষত হ্যামস্ট্রিং ধরে মাঠে শুয়ে পড়ার পরে তিনি যেভাবে মাঠে ফিরে এসে বল করেন, উইকেট নেন এবং আফগানিস্তানের জয়ের পরে দৌড়ান, তা দেখে মজা করে অনেকেই বলতে শুরু করেছেন যে গুলবদিন কোন চিকিৎসকের কাছে দেখান, যিনি এত তাড়াতাড়ি হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে তুললেন?
লাল কার্ড দেখাতে বলেন অশ্বিন
সেই রেশ ধরেই মজার ছলে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন যে 'প্লে অ্যাক্টিংয়ের' জন্য গুলবদিনকে লাল কার্ড দেখানো হোক। হাসতে-হাসতেই সেই কথাটা বলেন অশ্বিন। আর অশ্বিনের সেই টুইটের প্রেক্ষিতে পালটা মজা করেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার।
গুলবদিনের মজা
গুলবদিন বলেন, ‘কভি খুশি কভি গম হচ্ছে (হাসতে-হাসতে চোখ থেকে জল বের হয়ে যাওয়ার স্মাইলি দিয়ে)। হ্যামস্ট্রিং (হাসতে-হাসতে চোখ থেকে জল বের হয়ে যাওয়ার স্মাইলি দিয়ে)।’ অর্থাৎ নিজের অভিনয় দক্ষতা বোঝাতে শাহরুখ খান এবং কাজলের সিনেমা ‘কভি খুশি কভি গম’-র উল্লেখ করেন আফগান তারকা।
গুলবদিন ঠিক কী করেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যখন তাড়া করছিল, তখন ১১.৪ ওভারে সেই ‘অ্যাক্টিং’ করেন গুলবদিন। সেইসময় বৃষ্টি হচ্ছিল। আর আফগানিস্তান যেহেতু ওই মুহূর্তে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশের থেকে দু'রানে এগিয়ে ছিল, তাই মাঠের বাইরে থেকে আফগান কোচ জোনাথন ট্রট নির্দেশ দেন যে গুলবদিনরা যেন খেলার গতি কিছুটা কমিয়ে আনেন। তাহলে বৃষ্টির জন্য ওই মুহূর্তের পরে খেলা চালু করা না গেলে দু'রানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে আফগানিস্তান।
আর কোচের সেই নির্দেশ পেয়েই প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গুলবদিন হ্যামস্ট্রিং ধরে শুয়ে পড়েন। তারপর খোঁড়াতে-খোঁড়াতে মাঠ ছেড়ে যান। তিনি যে কারণে সেই কাজটা করেন, সেটা কাজে না দিলেও ওই সময়ই বৃষ্টির জন্য সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ফের খেলা শুরু হয়। তারপর বোলিংও করেন গুলবদিন। যা নিয়ে তুমুল মজা করতে থাকেন বিশেষজ্ঞরা। ধারাভাষ্যকার তথা প্রাক্তন ক্রিকেটার পমি মবাঙ্গওয়া তো বলে দেন যে অস্কার পাওয়ার মতো অভিনয় করেছেন গুলবদিন।
আরও পড়ুন: ICC T20 World Cup- পন্তের খারাপ দিন! শুরুতে মুখ খেলেন রোহিতের থেকে, শেষটায় হার্দিকের অগ্নিরোষ