বারবার ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। যদি পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিই,তবে বিগত কয়েক বছরে টেস্টে সেই ভাবে বড় রান করতেই পারেননি কোহলি। প্রশ্ন উঠেছে তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান তিনি। বল বেশি লাফানোয় বুঝতে না পেরে আউট হয়ে যান কোহলি। এর আগে পার্থেও একইভাবে আউট হয়েছিলেন বিরাট।
দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রানে স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে যান তিনি। পুরো ট্রেডমার্ক বিরাট কায়দায় আউট হন। চতুর্থ-পঞ্চম স্টাম্পের বলে বিরাটের সমস্যা নতুন কিছু নয়। সেখানেই লাগাতার বল করে সফল হন বোল্যান্ড। আর এনিয়েই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি মনে করছেন বিরাটের কমজোরি সবাই জেনে গিয়েছে। সঙ্গে তুলে ধরলেন ভারতীয় বোলারদের পরিকল্পনার অভাবের কথা।
একটি ভিডিয়োতে মহম্মদ কাইফ পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া যদি বিরাটের দুর্বলতা খুঁজে বের করে সেখানে বল করতে পারে তাহলে বুমরাহ-সিরাজরা কেন ট্র্যাভিস হেডের দুর্বল জায়গায় বল করবে না। কাইফ ভারতীয় বোলারদের সমালোচনা করে বলেন, ‘বোল্যান্ড অস্ট্রেলিয়ার দলের নিয়মিত সদস্য নয়, সে খেলতে নেমে বিরাটের কমজোরি খুঁজে পেয়ে গেল, তাহলে আমরা কেন করতে পারছি না? ট্র্যাভিস হেডের অফ স্টাম্পের বাইরের বল খেলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, তাহলে আমরা কেন লাগাতার সেখানে বল করছি না? প্রত্যেক ব্যাটসম্যানের দুর্বলতা থাকে।’
তিনি আরও যোগ করেন, ‘বিরাট কোহলির দুর্বলতা সবাই জেনে বসে আছে। অফ স্টাম্পের বাইরে বল করো তাহলেই সে আউট হয়ে যাবে। আমাদের বোলারদের ট্র্যাভিস হেডের বিরুদ্ধেও সেই কৌশল ব্যবহার করতে হবে। আপনাকে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। প্রথম বল থেকেই তাকে আক্রমণ করতে হবে। সঠিক পরিকল্পনা মাফিক এগোলে তবেই হেডকে আউট করা সম্ভব হবে।’
কাইফ মনে করছেন এই অস্ট্রেলিয়ার দল এমন কিছু শক্তিশালী নয় যাকে ভয় পাওয়ার প্রয়োজনীয়তা আছে। তিনি গাব্বায় ভারতের জয়ের ব্যাপারে আশাবাদী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমরা ভুল করছি, এই অস্ট্রেলিয়ার দল এমন কিছু নয় যাকে ভয় পাওয়ার মতো কিছু আছে। আমরা প্রথম টেস্টে জিতেছিলাম। অস্ট্রেলিয়া ভালো খেলেছে তাই দ্বিতীয় টেস্টে জিতেছে। এখন সিরিজের ফলাফল ১-১। ভারত অনেক শক্তিশালী দল। আমার বিশ্বাস তারা গাব্বায় ঘুরে দাঁড়াবে।’