ভারতেপ মাটিতে এসে সদ্য টেস্ট সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল সমন্বীত তারকা ব্যাটিং লাইন আপকে কার্যত ল্যাজেগোবরে অবস্থা করে সিরিজে হোয়াইটওয়াশ করে গেছে নিউজিল্যান্ড। দলের কোনও সেভাবে স্থায়ী অধিনায়ক দীর্ঘদিন ধরে যে ঠিক করা ছিল তা নয়, টিম সাউদি হঠাৎ করে সরে দাঁড়ানোয় দায়িত্ব দেওয়া হয় টম লাথামকে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
কেন উইলিয়ামসনের ট্র্যাক রেকর্ড ভারতের বিরুদ্ধে বরাবরই ভালো। সেটা টেস্ট হোক কিংবা সিমিত ওভারের ক্রিকেট। সাম্প্রতিক সময়ের নিরিখে বিশ্ব ক্রিকেটে যদি ভারতীয় দলকে সব থেকে বেশি বিরক্ত করে থাকে কোনও দল, তাহলে তাঁরা নিউজিল্যান্ড। বেশ কয়েকবার আইসিসির ইভেন্টের নকআউটে ভারতের তাঁরা হারিয়েছে,যদিও ২৩-এ যেতে ভারত।
ভারতীয়রে প্রথম টেস্টে বেঙ্গালুরুতে হারের পর ভেবেছিল ফাস্ট উইকেটই কাল হয়েছে তাঁদের। এরপরই তাঁরা কিউরেটরদের অনুরোধ করেন যেন স্পিন সহায়ক শুকনো উইকেট বানানো হয়, যেখানে প্রথম দিন থেকেই বল টার্না হবে। সেই মতো তিনজন করে স্পিনারও খেলায় ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটাররা নিজেরাই স্পিনের জবাব দিতে না পরের সিরিজে বাকি দুই টেস্টে হেরেও চুনকাম হন।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
এই সিরিজে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যার নেতৃত্বে ভারতকে দুটি আইসিসি ইভেন্টের নকআউটে হারিয়েছিল কিউয়িরা, সেই কেন উইলিয়ামসন খেলতে পারেননি। আক্ষেপ অবশ্য নেই তাঁর। বরং বলছেন, ‘আমি প্রথম থেকেই একটা দোটানার মধ্যে ছিলাম যে খেলতে পারব তো সিরিজে। তবে ওদের খেলার প্রশংসা করতেই হবে। আমার খুব ভালো লেগেছে যেভাবে ওরা ভারতে গিয়ে খেলেছে। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা স্মরণীয় ঘটনা ’।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
প্রসঙ্গত এই সিরিজের ধাক্কাই এখন কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ লড়ছেন বিরাট কোহলিরা। এমনিতেই আত্মবিশ্বাসের টান, তাঁর ওপর চোটাঘাত। সঙ্গে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্টার্ক হেজেলউডদের সামলানো, বিষয়টা যে মোটেই খুব একটা সহজ জিনিস হবে না সেকথা বলাই বাহুল্য়। একমাত্র এই পরিস্থিতিতে ভারতকে টেনে তুলতে পারেন বিরাট কোহলি যদি তিনি সেই মাঠে নেতার মতোই দলের দায়িত্ব নিজের হাতে তুলে নেন।