চেন্নাইয়ের প্রথম টেস্টে ভারত সাড়ে তিনদিনেরও কম সময়ে পরাজিত করে বাংলাদেশকে। চিপকে স্পিনাররা উইকেট পেলেও ঘূর্ণি পিচে খেলা হয়েছে এমনটা বলা যাবে না মোটেও। কেননা পেসাররাও পাল্লা দিয়ে উইকেট তুলেছেন। আবার ব্যাটাররাও রান পেয়েছেন চেন্নাইয়ে। সব মিলিয়ে চিপকের বাইশগজকে স্পোর্টিং পিচ বলা ভুল হবে না।
তবে এবার সবার নজর কানপুরের বাইশগজে। শুক্রবার থেকে গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। এই টেস্টে কেমন পিচে খেলতে নামবে টিম ইন্ডিয়া, সেই বিষয়ে জল্পনা চলছে। কেননা কানপুরের কিউরেটর দু'টি ভিন্ন চরিত্রের পিচ প্রস্তুত করে রেখেছেন বলে খবর। শেষ পছন্দ ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
কানপুরে সচরাচর কালো মাটির বাইশগজ দেখা যায়। এমন পিচে স্পিনাররা বিস্তর সাহায্য পেয়ে থাকেন। খেলা যত গড়ায় এই ধরণের পিচ স্লো হতে থাকে। বাউন্সও কমতে থাকে উল্লেখযোগ্যভাবে। তবে ম্যাচের প্রথম ২ দিন এমন পিচে ব্যাট করা কঠিন হয় না।
Rev Sports-এর রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় একটি পিচ বানিয়ে রাখা হয়েছে, যার সম্ভাব্য চরিত্র হতে পারে চেন্নাইয়ের মতোই। যেখানে ম্যাচের প্রথম দু'দিন পর্যাপ্ত বাউন্স ছিল। এমন পিচে শুরুর দিকে ব্যাট করা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। যদিও কোন পিচে খেলা হবে কানপুর টেস্ট, তা নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মার উপরে, এমনটাই খবর।
বাংলাদেশের স্পিন আক্রমণ তুলনায় শক্তিশালী। তাছাড়া বাংলাদেশের ব্যাটাররাও স্পিনের বিরুদ্ধে তুলনায় স্বচ্ছন্দ। সুতরাং, চেন্নাইয়ের মতো আরও একটি পিচে দ্বিতীয় টেস্ট খেলা হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যদি হয়, তবে ফের ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তিন পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আকাশ দীপকে।
আরও পড়ুন:- ইউরোপা লিগে আটকাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, EFL কাপে গোলের বন্যা আর্সেনাল-লিভারপুলের
তবে শেষমেশ ট্র্যাডিশনাল স্লো টার্নারে খেলা হলে ভারত তাদের কম্বিনেশন বদল করতে পারে। সেক্ষেত্রে একজন পেসারকে বসিয়ে বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল নন, বরং কুলদীপ যাদবের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। একজন পেসার বসাতে হলে নবাগত আকাশ দীপকেই সম্ভবত রিজার্ভ বেঞ্চে পাঠাতে পারে টিম ইন্ডিয়া। তুলনায় অভিজ্ঞ মহম্মদ সিরাজকে বুমরাহর সঙ্গে নতুন বলে দৌড় শুরু করতে দেখা যেতে পারে।