ভারতীয় ক্রিকেট দল উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। সামনে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে টিম ইন্ডিয়া এসেছে ফাইনালে। ব্যাক টু ব্যাক তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলছে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটন রয়েছে বিরাট কোহলির হাতে, রোহিত অধিনায়ক হতে পারেন। কিন্তু ব্যাট হাতে দলের নেতা যেন কোহলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। এবার তাঁরই প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
আরও পড়ুন-Champions Trophy, Ind vs Aus Live- দুরন্ত কোহলি! অজিদের হারিয়ে ফাইনালে ভারত
ভারতকে ভরসা দিচ্ছেন ‘বুড়ো’ কোহলি
দুবাইয়ের উইকেটে ২৬৪ রান চেজ করা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদম সহজ কথাও ছিল না। যদিও বিরাটের বদান্যতায় তা করে দেখিয়েছে ভারত। শুরুর দিকে উইকেট হারালেও বিরাট, শ্রেয়স সাময়িক স্বস্তি দেওয়ার পর কোহলি অনেক দূর ম্যাচ টেনে নিয়ে যান। শেষে রাহুল, হার্দিকরা সেই ম্যাচ জিতিয়ে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হন কোহলি,পাশাপাশি ভারতীয় দলের হয়ে এই প্রতিযোগিতায় এবারে সর্বোচ্চ রানের মালিকও বিরাট, যাকে নিয়ে বর্ডার গাভাসকর ট্রফির পর অনেক কথাই হয়েছে।
ধোনির থেকেও বিরাট এগিয়ে বলছেন কপিল দেব
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির ধৈর্যশীল ইনিংস দেখার পরই কপিল দেব তাঁকে মহেন্দ্র সিং ধোনির থেকেও এগিয়ে রাখছেন ওডিআইতে রান চেজ করার নিরিখে। ১৯৮৩র বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, ‘আমার মনে হয় বিরাটের মধ্যে অনেক বড় বড় চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে। ওর মধ্যে যে টেম্পারমেন্ট আছে, সেটা খুব কম ক্রিকেটারের মধ্যেই আছে। ওর মধ্যে প্রতিভা এবং ক্লাস রয়েছে ম্যাচ জেতানোর। একটা সময় ধোনি এগুলো করত, তবে কোহলি সবার থেকেই এক ধাপ এগিয়ে আছে ’।
ওডিআই ফরম্যাটে শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া ভারত
ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে। গত তিনবারই তাঁরা ফাইনালে উঠেছে। এর মধ্যে গতবার পাকিস্তানের কাছে তাঁরা হেরে যান। আর বছর দেড়েক আগে এই ফরম্যাটে ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছেও। তাই ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জিততে মরিয়া রোহিত শর্মা ব্রিগেড।
কিউয়িরাও পিছিয়ে নেই ফাইনালের আগে
প্রসঙ্গত এবারে দুবাইতে ভারতীয় দল একবার নিউজিল্যান্ডকে হারিয়েছে। ফলে রোহিতরা আত্মবিশ্বাসী থাকলেও যেটা সমস্যা সেটা হচ্ছে, নিউজিল্যান্ড এর আগে দুবাইতে এই মাঠে খেলায় তাঁরাও পিচ এবং পরিবেশ সম্পর্ক কিছুটা অবগত। দ্বিতীয়ত নিউজিল্যান্ডও চাইবে বদলা নিতে। তৃতীয়ত কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র, দুই টপ অর্ডার ব্যাটারই সেমিতে শতরান করায় ছন্দে রয়েছেন। আর চতুর্থত ভারতের ওপেনিং জুটি কিন্তু এখনও তেমন ভরসা দিতে পারেনি টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ ম্যাচে।