যোগরাজ সিংয়ের করা মন্তব্যের প্রেক্ষিতে এবার জবাব দিলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের পিতা দাবি করেছিলেন তিনি বন্দুক নিয়ে সোজা হাজির হয়েছিলেন কপিল দেবের বাড়িতে। এমনকী বন্দুক বার করে কপিল দেবকে হত্যা করতে প্রস্তুত ছিলেন যোগরাজ। ভিডিয়োটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে এবার প্রথম নয়, এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন যোগরাজ। একটা সময় তাঁর জন্য ছেলে যুবিকে ক্ষমাও চাইতে হয়েছিল প্রকাশ্যে। তবে তাঁর এই মন্তব্যে যে গুরুত্ব দিচ্ছেন না কপিল সেটা প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট। কিন্তু বিশ্বকাপ জয়ী অধিনায়ক যে এই ভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা হয়তো ভাবেননি কেউ। কারণে নিজের শান্ত স্বভাবের জন্য পরিচিত কপিল দেব।
যোগরাজ সিংকে কটাক্ষের সুরে জবাব কপিলের:
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং জানিয়েছিলেন যে কপিল দেব তাঁকে দল থেকে বাদ দেওয়ায় তিনি বন্দুক নিয়ে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের বাড়িতে হাজির হয়েছিলেন। এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এলে কপিল দেবের কাছে এনিয়ে প্রশ্ন রাখেন পাপারাজ্জিরা। সেই সময় কপিল বলেন, ‘কে? কার কথা বলছ?’ সে সময় এক পাপারাজ্জি বলে ওঠেন, ‘যোগরাজ সিং, যুবরাজ সিংয়ের বাবা’ তখন কপিল বলেন, ‘আচ্ছা, আর কিছু?’ ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
যোগরাজ সিং কী বলেছিলেন?
যোগরাজ 'আনফিল্টার্ড বাই সমদীশ' এ বলেছেন, ‘যখন কপিল দেব ভারত, উত্তর অঞ্চল এবং হরিয়ানার অধিনায়ক হলেন, তখন তিনি কোনও কারণ ছাড়াই আমাকে দলের বাইরে রেখেছিলেন। আমার স্ত্রী চেয়েছিলেন যে আমি কপিলের কাছে প্রশ্ন করি। আমি বলেছিলাম, ‘আমি এই মানুষটিকে শিক্ষা দেব।’ আমি আমার পিস্তল বের করে সেক্টর ৯-এ কাপিলের বাড়িতে গিয়েছিলাম। তিনি তার মায়ের সঙ্গে বাইরে এসেছিলেন। আমি তাকে এক ডজনবার গালিগালাজ করেছি। আমি বলেছিলাম, ‘তোমার কারণে আমি একজন বন্ধু হারিয়েছি, এবং তুমি যা করেছ তার মূল্য তোমাকে দিতে হবে।’ যোগরাজ সিং বলেন, ‘আমি তাঁকে (কপিল দেব) বলেছিলাম, আমি তোমার মাথায় গুলি করতে চাই, কিন্তু আমি তা করব না, কারণ তোমার মা খুবই পবিত্র একজন মানুষ, যিনি এখানে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ক্রিকেট খেলব না, যুবি খেলবে।’