বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ব্যাটিং করুণ নায়ারের। শুক্রবার বিদর্ভের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে লিস্ট এ ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি, এনিয়ে টানা ৪ ম্যাচের ৩টিতে শতক হাঁকালেন করুণ। দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে ব্রাত্য থেকেছেন তিনি। একদা টেস্টে ৩০০ করে নজর কেড়েছিলেন। তবে এখন নিজের হোম স্টেট কর্ণাটকেও ব্রাত্য তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত তাঁর নতুন দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। এদিন বিজয় হাজারে ট্রফিতে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশ এবং বিদর্ভ। সেখানেই রান তাড়া করতে নেমে দুরন্ত শতরান হাঁকিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে ফেললেন অধিনায়ক করুণ।
লিস্ট-এ ক্রিকেটে বিশ্ব রেকর্ড করুণ নায়ারের:
এদিন ১০১ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন নায়ার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে আউট হওয়ার আগে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে সর্বাধিক রান করার নিরিখে বিশ্ব রেকর্ড তৈরি করলেন করুণ। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানজেমস ফ্র্যাঙ্কলিন। এক বারও আউট না হয়ে টানা ৫২৭ রান করেছিলেন তিনি। এদিন আউট হওয়ার আগের ৩টি ম্যাচে অপরাজিত ছিলেন করুণ। আজকে ৭০ রান সম্পন্ন করতেই প্রথম ভারতীয় হিসেবে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা ৫০০ রান করার রেকর্ড তৈরি করেন নায়ার। আর শতক পূরণ করতেই টপকে যানফ্র্যাঙ্কলিনকে। বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন করুণ। এর পর ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪৪, চণ্ডীগড় এবং তামিলনাড়ুর বিরুদ্ধে যথাক্রমে ১৬৩ এবং ১১১ রান করেন তিনি। সবকটি ইনিংসে অপরাজিত ছিলেন তিনি।
লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড যাদের নামে:
করুণ নায়ার - ৫৪২
জেমস ফ্র্যাঙ্কলিন - ৫৩০
জোশুয়া ভ্যান হের্ডেন - ৫১২
ফকর জামান - ৪৫৫
তৌফিক উমার - ৪২২
মহম্মদ ইউসুফ - ৪০৫
ল্যান্স ক্লুজনার - ৪০০
৮ উইকেটে ম্যাচ জয় বিদর্ভের:
করুণ নায়ারের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচে ৮ উইকেটে জয় পায় বিদর্ভ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বিদর্ভ। ব্যাট করতে নেমে ভালোই রান তুলেছিল উত্তরপ্রদেশ। নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছিল তারা। উত্তরপ্রদেশের হয়ে ব্যাট হাতে ৮২ বলে ১০৫ রান করেন সমীর রিজভি। বিদর্ভের হয়ে ৪ উইকেট নেন নচিকেত ভুতে। রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন বিদর্ভের দুই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটের জন্য ২২৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ওয়াই ভি রাঠোর এবং করুণ নায়ার। ১৩৮ রানে অপরাজিত ছিলেন রাঠোর। ২ উইকেট হারিয়ে ৪৭.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদর্ভ।