বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে চাপ বাড়ছে মুম্বইয়ের। কেননা প্রথম ইনিংসের নিরিখে বিদর্ভের থেকে বড়সড় রানে পিছিয়ে পড়েন অজিঙ্কা রাহানেরা। তার উপর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দেড়শো রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিদর্ভ। শুধু ইতিবাচক বিষয় এই যে, উইকেটকিপার আকাশ আনন্দের শতরানে মুম্বই প্রথম ইনিংসের ব্যবধান অনেকটাই কমাতে সক্ষম হয়।
জামথায় মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৮৩ রানে। বিদর্ভ ব্যাট করে সাকুল্যে ১০৭.৫ ওভার। ধ্রুব শোরে ৭৪, দানিশ মালেওয়ার ৭৯, যশ রাঠোর ৫৪, করুণ নায়ার ৪৫ ও অক্ষয় ওয়াদকর ৩৪ রান করেন। পার্থ রেখাড়ে ২৩ রান করে আউট হন।
মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে শিবম দুবে একাই ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন রয়স্টোন ডায়াস ও শামস মুলানি। ১টি উইকেট সংগ্রহ করেন শার্দুল ঠাকুর।
প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ে মুম্বই
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলে। তৃতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংস শেষ করে ২৭০ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৯২ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১১৩ রানে পিছিয়ে পড়েন মুম্বই।
আকাশ আনন্দ ১১টি বাউন্ডারির সাহায্যে ২৫৬ বলে ১০৬ রান করেন। ৩৫ রান করেন সিদ্ধেশ ল্যাড। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। তনুষ কোটিয়ান করেন ৩৩ রান। ক্যাপ্টেন রাহানে ১৮ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব ও শিবম দুবে।
বিদর্ভের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন পার্থ রেখাড়ে। ২টি করে উইকেট নেন হর্ষ দুবে ও যশ ঠাকুর। ১টি করে উইকেট সংগ্রহ করেন দর্শন নালকান্ডে ও নচিকেত।
বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ১৪৭ রানে। তারা ব্যাট করেছে ৫৩ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের লিড মিলিয়ে বিদর্ভ এখনই এগিয়ে রয়েছে ২৬০ রানে। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি অথর্ব টাইডে। ধ্রুব শোরে ১৩, দানিশ ২৯ ও করুণ নায়ার ৬ রান করে আউট হয়েছেন।
হাফ-সেঞ্চুরি করেছেন যশ ঠাকুর। তিনি ১০১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তৃতীয় দিনে। তিনি ৪টি চার মেরেছেন। ১০২ বলে ৩১ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকর। তিনি ২টি চার মেরেছেন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে ২টি উইকেট নিয়েছেন শামস মুলানি। ১টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও তনুষ কোটিয়ান।