ব্যাটে-বলে ধুন্ধুমার পারফর্ম্যান্স উপহার দেন দুই ভারতীয় তারকা। যদিও তাঁদের কাউন্টি দল ম্যাচ হেরে বসে শেষমেশ। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে পরাজিত হয় নর্দাম্পটনশায়ার। তবে ব্যাটে করুণ নায়ার ও বলে সিদ্ধার্থ কৌল নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দেন।
ঘরের মাঠে নর্দাম্পটনশায়ার টস জিতে গ্লস্টারশায়ারকে শুরুতে ব্যাট করতে পাঠায়। অর্থাৎ, টস হেরে গ্লস্টারশায়ার শুরুতে ব্যাট করতে নামে। তারা তাদের প্রথম ইনিংসে ৪০৯ রান সংগ্রহ করে। ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন মাইলস হ্যামন্ড। ৫৩ রান করেন ক্যামেরন ব্যানক্রফট। ৪৬ রান করেন ক্যাপ্টেন গ্রেম ভ্যান বিউরেন।
নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম ইনিংসে চমকে দেওয়া বোলিং করেন সিদ্ধার্থ কৌল। ভারতীয় পেসারের এইটি প্রথম কাউন্টি ম্যাচ। তিনি অভিষেক কাউন্টি ইনিংসেই ৫টি উইকেট দখল করেন। ২৯ ওভারে ৭টি মেডেন-সহ ৭৬ রান খরচ করে সিদ্ধার্থ সাজঘরে ফেরান ব্যানক্রফট, অলিভার প্রাইস, জেমস ব্রেসি, জাফর গোহার ও জোশ শ-কে।
পালটা ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার মাত্র ১৭১ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার রিকার্ডো দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন। ৩২ রান করেন ক্যাপ্টেন লিউক প্রোক্টর। করুণ নায়ার প্রথম ইনিংসে এক বলেই আউট হয়ে বসেন। খাতা খুলতে পারেননি সিদ্ধার্থ কৌলও। ৪২ রানে ৫টি উইকেট নেন গ্লস্টারশায়ারের মার্চেন্ট ডি'ল্যাঙ্গ।
প্রথম ইনিংসের নিরিখে ২৩৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে গ্লস্টারশায়ার। তারা ৫ উইকেটে ৩১৯ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ১৩০ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন ব্যানক্রফট। ৬৭ রান করেন গ্রেম ভ্যান বিউরেন।
দ্বিতীয় ইনিংসে নর্দাম্পটনশায়ারের হয়ে ৮.৪ ওভারে ১টি মেডেন-সহ ৩৯ রান খরচ করে ১টি উইকেট নেন সিদ্ধার্থ কৌল। অর্থাৎ, তিনি নিজের অভিষেক কাউন্টি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট ৬টি উইকেট পকেটে পোরেন। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন লিয়াম প্যাটারসন হোয়াইট।
জয়ের জন্য শেষ ইনিংসে নর্দাম্পটনশায়ারের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৫৮ রানের। নর্দাম্পটন শেষ ইনিংসে ৩০১ রান তুলে অল-আউট হয়ে যায়। ২৫৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে গ্লস্টারশায়ার। করুণ নায়ার নর্দাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় ইনিংসে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। সিদ্ধার্থ কৌল আউট হন ৪ রান করে।