ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালের প্রথম ইনিংসে বড় রানের পথে এগিয়ে চলেছে বিদর্ভ। নিজেদের ডেরায় মুম্বইয়ের তারকাখচিত বোলিং লাইনআপের বিরুদ্ধে চোয়ালচাপা লড়াই চালান করুণ নায়াররা। প্রথম দিনে বিদর্ভের দুই ব্যাটার হাফ-সেঞ্চুরি করলেও নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন নায়ার।
নাগপুরের জামথায় মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে টস জেতে বিদর্ভ। টস জিতে হোম টিম শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার অথর্ব টাইডে ম্যাচের শুরুতেই আউট হয়ে বসেন। তা সত্ত্বেও প্রথম দিনের শেষে বিদর্ভ ৩০০ রানের গণ্ডি টপকে যায়। তারা প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে।
অথর্ব ২০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। রয়স্টোন ডায়াসের বলে উইকেটকিপার আকাশ আনন্দের হাতে ধরা দেন তিনি। অপর ওপেনার ধ্রুব শোরে ১০৯ বলে ৭৪ রান করে সাজঘরে ফেরেন। শামস মুলানির বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়ার আগে ধ্রুব ৯টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে পার্থ রেখাড়ে ৬৪ বলে ২৩ রান করেন। তিনি ২টি চার মারেন।
আরও পড়ুন:- Champions Trophy Jersey: মিনি বিশ্বকাপে সব দলের জার্সি কেমন হল? কাদেরটা সেরা?
হাফ-সেঞ্চুরি হাতছাড়া করুণ নায়ারের
চার নম্বরে ব্যাট করতে নেমে দানিশ মালেওয়ার ১৫৭ বলে ৭৯ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। মুলানির বলে উইকেটকিপার আনন্দের দস্তানায় ধরা দেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ৪৫ রান করে আউট হন। নায়ারকে সাজঘরে ফেরান শিবম দুবে। করুণও আনন্দের দস্তানায় ধরা দেন।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে যশ রাঠোর ৮৬ বলে ৪৭ রান করে প্রথম দিনে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। ৩৫ বলে ১৩ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকর। তিনি এখনও কোনও বাউন্ডারি মারেননি।
প্রথম দিনে জোড়া উইকেট শিবম দুবের
প্রথম দিনে মুম্বইয়ের হয়ে ১৮ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন শামস মুলানি। ৯ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন শিবম দুবে। ১১ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন রয়স্টোন ডায়াস।
শার্দুল ঠাকুর ১৪ ওভারে ৫৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি। ১৪ ওভারে ৬১ রান খরচ করে এখনও উইকেটহীন মোহিত আবস্তি। ২২ ওভারে ৭৮ রান খরচ করেও উইকেট পাননি তনুষ কোটিয়ান।