অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। যেখানে তিনি টিম ইন্ডিয়া, রোহিত শর্মা এবং বিরাট কোহলির চিন্তাভাবনা নিয়ে অনেক বড় বিবৃতি দিয়েছেন। কেএল রাহুলের ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ কথাও বলেছেন তিনি। কিন্তু গৌতম গম্ভীরের এই সাংবাদিক সম্মেলনের পরেই বিতর্কিত টুইট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিখ্যাত ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।
গৌতম গম্ভীরের সমালোচনা করে বিসিসিআই-কে বড় পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছিলেন যে সাংবাদিক সম্মেলনে কীভাবে কথা বলতে হয় তা জানেন না গৌতম গম্ভীর। ফলে তার পরিবর্তে রোহিত শর্মা বা অজিত আগরকরকে এই কাজের জন্য পাঠানো উচিত। এতে সকলেরই ভালো হবে।
সঞ্জয় মঞ্জরেকরের বিতর্কিত টুইট
ভারতীয় দলের প্রধনা কোচের সাংবাদিক সম্মেলনের পরপরই গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার টুইট করে লিখেছেন, ‘গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স দেখলাম। গৌতম গম্ভীরকে এ ধরনের দায়িত্ব থেকে দূরে রাখাটাই ভালো। এটা বিসিসিআইয়ের জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। তাঁকে শুধু পর্দার আড়াল থেকেই কাজ করতে দিন। সে (গম্ভীর) সাংবাদিকদের সঙ্গে সে না ঠিক ভাবে কথা বলতে জানেন, না সঠিক আচরণ করতে জানেন। রোহিত কিমবা আগরকরকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিন, সেটাই সকলের জন্য ভালো হবে।’
নিশানায় রয়েছেন গৌতম গম্ভীর
সঞ্জয় মঞ্জরেকর যেভাবে খোলাখুলিভাবে গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন তুলেছেন, তাতে মনে হচ্ছে এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হল বলে। সঞ্জয় মঞ্জরেকর প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথা বলে থাকেন। এর আগে রবীন্দ্র জাদেজাকে নিয়েও বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। এবার তিনি সরাসরি গৌতম গম্ভীরের সমালোচনা করলেন।
গৌতম গম্ভীর বর্তমানে সকলের টার্গেটে রয়েছেন, এর কারণ হল তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া নিজের ঘরেই টেস্ট সিরিজে ০-৩ হেরেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গৌতম গম্ভীরের কোচিংয়ে থাকা টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এখন গৌতম গম্ভীর বর্ডার-গাভাসকর সিরিজের মুখোমুখি হতে চলেছেন। এই সিরিজের ফলাফল যদি টিম ইন্ডিয়ার পক্ষে না হয়, তাহলে গৌতম গম্ভীরের উপর এর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকে বলতে শুরু করেছেন, যদি এই সিরিজে টিম ইন্ডিয়া ব্যর্থ হয় তাহলে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়াও হতে পারে।