ঘরের মাঠে কেশব মহারাজের স্পিন জালে জড়াল ওয়েস্ট ইন্ডিজ। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে পড়ল ক্যারিবিয়ান দল। অবশ্য বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে বড়সড় লিড নিয়েও আখেরে প্রোটিয়াদের কোনও লাভ হবে কিনা সন্দেহ।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস
পোর্ট অফ স্পেনে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নিজেদের প্রথম ইনিংস শেষ করে ৩৫৭ রানে। উল্লেখযোগ্য বিষয় হল, বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার ১১৭.৪ ওভারের প্রথম ইনিংস শেষ হতেই লেগে যায় দু'দিনের বেশি।
ক্যাপ্টেন তেম্বা বাভুমা দলের হয়ে সব থেকে বেশি ৮৬ রান সংগ্রহ করেন। ১৮২ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ৭৮ রান করেন ওপেনার টনি ডি'জর্জি। ১৪৫ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া এডেন মার্করাম ৯, ত্রিস্তান স্টাবস ২০, ডেভিড বেডিংহ্যাম ২৯, রায়ান রিকেলটন ১৯, কাইল ভেরেইন ৩৯, উইয়ান মাল্ডার অপরাজিত ৪১ ও কাগিসো রাবাদা ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন জোমেল ওয়ারিকান। ৬৭ রানে ৩টি উইকেট নেন জয়ডেন সিলস। ৫৩ রানে ২টি উইকেট সংগ্রহ করেন কেমার রোচ। জেসন হোল্ডার নিয়েছেন ৩৯ রানে ১টি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯১.৫ ওভারে ২৩৩ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১২৪ রানে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ান দল। কেসি কার্টি দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন। ৮১ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন।
৬১ বলে ৩৬ রান করেন জেসন হোল্ডার। তিনি ৪টি চার মারেন। মিকাইল লুইস ৯০ বলে ৩৫ রান করেন। তিনি ৫টি চার মারেন। ১৩১ বলে ৩৫ রান করেন ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩২ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন জোমেল ওয়ারিকান। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৯২ বলে ২৫ রান করেন কাভেম হজ।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৬ রানে ৪টি উইকেট নেন কেশব মহারাজ। ৫৬ রানে ৩টি উইকেট নেন কাগিসো রাবাদা। ১টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও এডেন মার্করাম। উইকেট পাননি উইয়ান মাল্ডার।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
প্রথম ইনিংসের নিরিখে ১২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা চতুর্থ দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ করে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার হাতে লিড রয়েছে ১৫৪ রানের।
ম্যাচে মাত্র ১ দিনের খেলা বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে লড়াকু টার্গেট ঝুলিয়ে দিয়ে তাদের অল-আউট করা সহজ হবে না প্রোটিয়াদের পক্ষে। সুতরাং, সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।