দঃ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজের চোট নিয়ে চিন্তায় প্রোটিয়ারা। বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে রয়েছে দঃ আফ্রিকা, যা পরিস্থিতি তাতে তাঁরা ফাইনালে যাওয়ার দিকে এক পা এগিয়েই রেখেছে। সামনে রয়েছে পাকিস্তান সিরিজ, সেই সিরিজ পকেটে পুড়তে পারলেই তাঁরা ইংল্যান্ডে যাবে ফাইনাল খেলতে।
টি২০ বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার পর দঃ আফ্রিকা দলও মরিয়া আইসিসির কোনও বিশ্বসেরার ট্রফি ঘরে তুলতে। সেক্ষেত্রে ওডিআই বা টি২০ বিশ্বকাপের মতো জনপ্রিয় না হলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন হওয়ারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু তাঁর আগেই তাঁরা চিন্তায় গড়ে গেছেন অলরাউন্ডার কেশব মহারাজের চোট নিয়ে।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
চোট পেলেন কেশব মহারাজ-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে কেশব মহারাজকে খোঁড়াতে দেখা যায়। কুঁচকিতে চোট রয়েছে তাঁর। তিনি প্রথম একাদশেও ছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। কিন্তু চোট পাওয়ায় তাঁর পরিবর্তে আন্দিল ফেলুকায়োকে আনা হয় প্রথম একাদশে। বুধবারই তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হবে, তারপরই জানা যাবে কি অবস্থায় রয়েছেন তিনি।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
পাকিস্তানের বিরুদ্ধে সামনেই টেস্ট সিরিজ-
তিন ম্যাচের ওডিআই সিরিজের পরই দঃ আফ্রিকা দল খেলবে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ। একটি ম্যাচ জিতলেই তাঁরা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করে ফেলবে। প্রোটিয়াদের টেস্ট দলের অপরিহার্য অঙ্গ কেশব মহারাজ, তিনি দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে ম্যাচে খেলে থাকেন। চলতি মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জিততেও মহারাজই মূল অবদান রেখেছিলেন।
একাধিক ক্রিকেটারের চোট-
শুধু যে একা মহারাজের চোটেই মাথা ব্যাথা টিম ম্যানেজমেন্টের তেমনটা নয়। কারণ অনরিখ নর্কিয়াও কদিন আগে পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গেছিলেন। কোয়েৎজি এবং লুঙ্গি এগিডিও নেই আগামী জানুয়ারির আগে, তাঁদের পায়ে চোট রয়েছে। নান্দ্রে বার্গারও খেলতে পারছেন না চোটের জন্য, এদিকে মুল্ডার চোট কাটিয়ে ফিট হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
প্রথম একাদশের দৌড়ে একাধিক ক্রিকেটার-
বক্সিং ডে টেস্টে কেশব মহারাজ খেলতে পারবে নাই ধরে নিচ্ছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ডেন পিট এবং সেনুরাম মুত্থুস্বামিকে তৈরি রাখা হচ্ছে, তাঁরাই দলে ঢুকতে পারেন। এছাড়াও তাব্রেজ শামসি, নিল ব্র্যান্ড এবং শন বার্গের নামও ভাসছে দলে ঢোকার ক্ষেত্রে, যদিও মহারাজের চোটের ফলে তাঁর শূন্যস্থান তাঁরা কতটা পূরণ করতে পারবেন সেই নিয়ে সংশয় রয়েছে।