ভারতীয় ক্রিকেট দলের এক সময় শুরুটা সাড়া জাগিয়ে করেছিলেন পৃথ্বী শ। মুম্বইয়ের এই ক্রিকেটারকে দেখে অনেকে সচিন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা করেছিলেন। অনেকে আবার তাঁর সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন ব্রায়ান লারাকেও। সেই পৃথ্বী শয়ের পারফরমেন্সে পতন হতে হতে এখন এমন জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, যে আইপিএলে কোনও দল তাঁকে দলেই নেয়নি।
এবারে আইপিএলে দল পাননি পৃথ্বী-
গতবার পর্যন্ত আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে ছিলেন পৃথ্বী শ। কিন্তু পারফরমেন্স একদমই খারাপ ছিল। যার ফলে তাঁকে বাধ্য হয়েই এবারে আর রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস শিবির। কিন্তু আরও খারাপ বিষয় হল, তাঁর পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে তাঁকে কোনও দলই আর নিতে চায়নি। সেই কারণে আইপিএলে অবিকৃত থেকে যান এই ওপেনিং ব্যাটার।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
পৃথ্বীকে নিয়ে চিন্তায় তাঁর শুভাকাঙ্খিরা-
অসংযমি জীবনজ্ঞাপন যে তাঁর এই অবস্থার অন্যতম কারণ, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। আগের থেকে মোটা হয়ে গেছেন। ক্রিকেটের মাঠের থেকে বেশি সোশাল মিডিয়ায় তাঁকে দেখা যায় বন্ধুদের সঙ্গে পার্টিতে মজে থাকতে। এই বয়সে যেখানে ক্রিকেটে মন দেবেন, সেখানে তিনি নিজের জীবন উপভোগের দিকেই স্রেফ নজর দিচ্ছেন, যা নিয়ে বেজায় চিন্তায় তাঁর শুভাকাঙ্খিরা।
পৃথ্বীকে কেপির বার্তা-
এরই মধ্যে পৃথ্বী শয়ের উদ্দেশ্যে পরামর্শ দিলেন ইংল্যান্ডের তারকা তথা প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। কেপি বলছেন, ‘খেলায় সব থেকে বড় গল্পগুলোর মধ্যে অন্যতম হল কামব্যাকের গল্প। যদি পৃথ্বী শয়ের পাশে কোনও ভালো লোক থাকে, যে ওর ভালো চায়, ওর দীর্ঘমেয়াদি সাফল্য চায়। তাহলে তাঁর উচিত ওর সঙ্গে বসে কথা বলা, যাতে ও সোশাল মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেয়। এরপর যেন নিজেকে মরিয়া অনুশীলন করে সুপার ফিট করে তোলে। এটা তাঁকে সঠিক পথে নিয়ে আসবে, যেখান থেকে ও নিজের অতীতের সাফল্য ফিরে পেতে পারে। ওর মধ্য অনেক প্রতিভা রয়েছে, যা নষ্ট করা উচিত নয় ’।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
রঞ্জিতেও বাদ পড়েছিলেন পৃথ্বী-
সম্প্রতি রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের দল থেকেও বাদ পড়েছিলেন পৃথ্বী শ। তাঁকে ফিটনেসে নজর দিতে বলা হয়েছিল, মুম্বইয়ের ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়। ভুঁড়ি কমানোয় মূলত নজর দিতে বলা হয়েছিল। কিন্তু এরই মধ্যে পৃথ্বীর এক পার্টিতে আনন্দ করার ছবি ভাইরাল হতেই, তাঁর ফোকাস নষ্ট হয়ে যাওয়া নিয়ে ভয় পাচ্ছেন তাঁর শুভাকাঙ্খিরা। মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে ০ রান করেন পৃথ্বী।