ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনার সময়ে এক অনুষ্ঠানের রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তানকে। সেই আলোচনা চলাকালীন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে ভাজ্জিকে খোঁচা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখনই রেগে গিয়ে তিনি বলেন যে, ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ পাকিস্তানে ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়’।
হরভজন পরিষ্কার বলে দেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’
পাকিস্তান ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক। ২০১৭ সালের পর ফের অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। সেবার ফাইনালে লন্ডনের ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। এই সপ্তাহের শুরুর দিকে এএনআই-এর তরফে দাবি কর হয়েছিল যে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক হিসাবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্যত্র খেলবে। সেটা দুবাই বা শ্রীলঙ্কায়ও হতে পারে। কিন্তু পাকিস্তানে যেতে তারা ইচ্ছুক নয়।
আরও পড়ুন: ভারতের লেজেন্ডদের হাতেও বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বৃহস্পতিবার জানিয়েছিলেন, শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বোর্ড। কারণ সেই একই। সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। গত বছর এশিয়া কাপে ঠিক এ রকমই হয়েছিল। প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। আয়োজক হিসাবে পরে শ্রীলঙ্কাকে জুড়ে দেওয়া হয়েছিল। ভারতের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান মূল আয়োজক হলেও ১৩টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচ সে দেশে হয়। ফাইনাল-সহ ন'টি ম্যাচ হয় শ্রীলঙ্কায়।
আরও পড়ুন: ১০ উইকেটে জিম্বাবোয়ে বধ শুভমনদের, এক ম্যাচ বাকি থাকতে ৩-১ সিরিজ পকেটে পুরল ভারত
এ বার হাইব্রিড মডেল না-ও থাকতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, এ বার ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না আইসিসি। ফলে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তা হলে রোহিত-কোহলিদের বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি করা হবে? সেক্ষেত্রে অবশ্য ভারতের বদলে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা।আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আট দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে ১৯৯৬ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পর, এটি হবে পাকিস্তানে প্রথম বড় ক্রিকেট ইভেন্ট।