শুভব্রত মুখার্জি: গুজরাটের জামনগরে একেবারে ধুমধাম করে আয়োজন করা হচ্ছে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের আসর। দেশ বিদেশের বর্তমান -প্রাক্তন ক্রিকেটার, বলিউড অভিনেতা অভিনেত্রী, হলিউড গায়ক-গায়িকা, ইভাঙ্কা ট্রাম্পের মতন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত, প্রথিতযশা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এই প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডও। আর এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি চলতি পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ম্যাচও নাকি মিস করবেন।
আইপিএলে আম্বানিদের মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন কায়রন পোলার্ড। বর্তমানেও তিনি দলটির সঙ্গে যুক্ত রয়েছেন। স্ত্রী জেন্না পোলার্ডকে নিয়ে ইতিমধ্যেই কায়রন পোলার্ড পৌঁছে গিয়েছেন জামনগরে। সেই ইভেন্টের বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন… IND vs ENG: কেউ ধোনি হতে পারবেন না- জুরেলের প্রশংসা করার পরেই হঠাৎ কেন এমন বললেন গাভাসকর?
বলিউডের বাদশা শাহরুখ খান, রনবীর সিং- সতীর্থ ত্রিনিদাদের ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো এবং নিকোলাস পুরানের সঙ্গেও ছবি তিনি পোস্ট করেছেন। প্রসঙ্গত বর্তমানে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে খেলছেন তিনি। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে একটি ম্যাচে তাঁকে পাবে না করাচি।
আরও পড়ুন… কেএল রাহুল শেষ কবে রঞ্জি খেলেছিলেন? শ্রেয়সের পাশে দাঁড়িয়ে BCCI-কে একহাত নিলেন KKR কর্তা
প্রসঙ্গত করাচি কিংসের পরবর্তী পিএসএল ম্যাচ রয়েছে রবিবার। তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স। এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার কারণে ৩ মার্চ কায়রন পোলার্ড এই ম্যাচে খেলতে পারবেন না। এই মরশুমে করাচির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কায়রন পোলার্ড। তিনি এই মরশুমে আপাতত করাচির সর্বোচ্চ রান সংগ্রাহকও। এই মুহূর্তে তিনি করেছেন ১৯৬ রান। স্ট্রাইক রেট ১৬১.৯৮।
তিনি আবার ৪ মার্চ করাচি কিংসের সঙ্গে যোগ দেবেন। করাচির পরবর্তী ম্যাচ রয়েছে ৬ মার্চ। তাদের প্রতিপক্ষ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। আর অন্যদিকে কায়রন পোলার্ড আইপিএলে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং কোচের দায়িত্বও সামলাচ্ছেন। ২০১০ সাল থেকে আম্বানিদের মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত রয়েছেন কায়রন পোলার্ড।