খোঁড়াতে খোঁড়াতে কোনও রকমে একশো পার করার দিকে এগোচ্ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে ক্যাপ্টেন কায়রন পোলার্ডের দাপুটে ব্যাটিং টিকেআরকে লড়াই করার রসদ এনে দেয় শেষমেশ। যদিও হাতে পর্যাপ্ত পুঁজি না থাকায় কার্যত শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেলেও জয় তুলে নেওয়া সম্ভব হল না নাইট রাইডার্সের পক্ষে। ফলে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে অ্যন্টিগার কাছে হেরে মাঠ ছাড়েন রাসেল-নারিনরা।
শুক্রবার পোর্ট অফ স্পেনে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ২০তম ম্যাচে সম্মুখসমরে নামে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স ও ক্রিস গ্রিনের অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স।
টিকেআর একসময় ১৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৮২ রানে দাঁড়িয়েছিল। সেখান থেকে শেষ ৬ ওভারে ৫২ রান যোগ করে তারা। ফলে নির্ধারিত ২০ ওভারে নাইট রাইডার্স সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৪ রান। ক্যাপ্টেন পোলার্ড নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে কায়রন ৩৭ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া ২০ বলে ২৫ রান করেন টিম ডেভিড। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। সুনীল নারিন ৪ ও নিকোলাস পুরান ১৪ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি আন্দ্রে রাসেল। ১৩ বলে ৯ রানের ধীর ইনিংস খেলেন আকিল হোসেন।
অ্যান্টিগার হয়ে ১৩ রানে ২টি উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। ২৮ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন শামার স্প্রিঙ্গার। মহম্মদ আমির, ক্রিস গ্রিন ও জোশুয়া জেমস ১টি করে উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে অ্য়ান্টিগা ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। জাস্টিন গ্রেভস ৪৮ বলে ৪৬ রান করে রিটায়ার্ড আউট হন। তিনি ৪টি চার মারেন। ২০ বলে ৩৬ রান করেন হাসান খান। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ইমদ ওয়াসিম। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। নাইট রাইডার্সের হয়ে ১টি করে উইকেট নেন আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। ম্যাচের সেরা হন গ্রেভস।