সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তবু কিছুটা পালটা লড়াই ফিরিয়ে দেয় ভারত। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে কার্যত দাঁড়াতেই পারল না ভারতের মহিলা-এ দল। ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো সম্ভব হল না মিন্নু মনিদের পক্ষে।
রবিবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা-এ দল। টস জিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা শুরুতে ব্যাট করতে পাঠান ভারতীয় দলকে। যদিও ভারতের মেয়েরা ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি। ফলে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে।
কিরণ নভগির দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রান করেন। ২০ বলের মারকাটারি ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন মিন্নু মনি করেন ২৩ বলে ২২ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৫ রান করেন শ্বেতা শেরাওয়াত। ১৮ বলে ১১ রান করেন প্রিয়া পুনিয়া। তিনি ২টি চার মারেন। ১৯ বলে ১০ রান করেন সজীবন সজনা। তিনি ১টি চার মারেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন গ্রেস পার্সনস। ২ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নেন মেটলান ব্রাউন। ৪ ওভারে ৪০ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন নিকোলা হ্যানকক। ১টি করে উইকেট সংগ্রহ করেন টাইলা ও চার্লি নট।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৩.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা। তিনি ২২ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। মারেন ৮টি চার ও ২টি ছক্কা।
২৬ বলে ৩৯ রান করেন তালিয়া উইলসন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৯ রান করেন চার্লি নট। ১১ বলে ১০ রান করেন কেটি ম্যাক। তিনি ১টি চার মারেন। ভারতের হয়ে ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নেন মিন্নু মনি। ১টি করে উইকেট পকেটে পোরেন মন্নত কাশ্যপ ও শবনম শাকিল।