দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হাতে রয়েছে মাত্র একটি উইকেট। ইতিমধ্যে মাত্র ১৪৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। অনেকেই ভাবছেন হয়তো ভারতের জয় শুধু সময়ে অপেক্ষা। কিন্তু কিউই স্পিনার আজাজ প্যাটেল জানিয়েছেন এই পিচে এই রানটা তুলতে খুব ভারতের কালঘাম ছুটবে। আজাজ প্যাটেল এই বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। ওয়াংখেড়ের এই পিচে এই ছোট স্কোর তাড়া করা ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সহজ হবে না। ভারতের প্রথম ইনিংসে ১০৩ রানে পাঁচ উইকেট নেওয়া আজাজ প্যাটেল বলেছেন, তৃতীয় দিনের ফলাফল নির্ভর করবে প্রথম সেশনে উইকেট কেমন আচরণ করে তার উপর।
আজাজ প্যাটেলের হুঙ্কার-
এই স্কোর যথেষ্ট হবে কিনা জানতে চাইলে আজাজ প্যাটেল বলেন, ‘আমরা যে স্কোরই করি না কেন, ভারতকে থামানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে উইকেট আরও কীভাবে আচরণ করে তা দেখা আকর্ষণীয় হবে।’ আজাজ প্যাটেল আরও বলেন, ‘এখানে খুব দ্রুত বাঁক নিচ্ছে। এটিতে কতটা টার্ন এবং বাউন্স থাকবে তা অনিশ্চিত। কিন্তু একজন স্পিনার হিসেবে এটা উৎসাহজনক যে আপনি পিচ থেকে সাহায্য পাবেন। এই কারণে ব্যাটিং এর জন্য অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে।’
আরও পড়ুন… ভিডিয়ো: এখনও শেষ হয়ে যাননি! উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজের বুদ্ধির পরিচয় দিলেন ইশান কিষান
পিচের দিকে তাকিয়ে আজাজ প্যাটেল-
আজাজ প্যাটেল বলেছেন, ‘এটা অবশ্যই উভয় দিকে মোড় নিচ্ছে। বাউন্স কিছুটা বৈচিত্র্যময় তাই এটি ব্যাটিং দৃষ্টিকোণ থেকে একটি চ্যালেঞ্জ হতে চলেছে।’ তিনি আরও বলেছিলেন যে সকালে পিচ স্পিনারদের জন্য অনুকূল ছিল না। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ম্যাচটি হচ্ছে মুম্বইয়ে। এই ম্যাচে স্পিন বোলারদের দাপট দেখা যাচ্ছে। এদিকে বিশেষ তালিকায় বিশ্বের সেরা বোলারদের পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের তারকা স্পিনার আজাজ প্যাটেল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আজাজ প্যাটেল ২১.৪ ওভারে ১০৩ রান দিয়ে ৫ উইকেট নেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের কারণে, তিনি টিম ইন্ডিয়াকে অনেক রানের লিড পেতে দেননি। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কী বড় কীর্তি তিনি।
আরও পড়ুন… Ranji Trophy: বাংলার রঞ্জি ট্রফির দলেও জায়গা পেলে না! কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি?
আজাজ প্যাটেলের কীর্তি
ভারতের বিরুদ্ধে আজাজ প্যাটেল তার পাঁচ উইকেট পূর্ণ করার সঙ্গে সঙ্গে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি মোট ১৯টি উইকেট শিকার করেছেন। ওয়াংখেড়েতে খেলা এই ম্যাচে তিনি একটি বড় অর্জন করেছেন। ভারতের যে কোনও একটি ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বিদেশি বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আজাজ প্যাটেল। এই তালিকায় অনেক কিংবদন্তি বোলার রয়েছে।
আরও পড়ুন… কিউইদের কাছে সিরিজ হার, ব্যর্থতা ভুলতে BGT 2024-25 নিয়ে বিরাট কোহলির অঙ্ক কষা শুরু
ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া বিদেশি বোলার
২২ - ইয়ান বোথাম, মুম্বই (ওয়াংখেড়ে)
১৯ - আজাজ প্যাটেল, মুম্বই (ওয়াংখেড়ে)
১৮ - রিচি বেনৌড, ইডেন গার্ডেন্স
১৭ - কোর্টনি ওয়ালশ, মুম্বই (WS)
১৬ - রিচি বেনৌড, নেহেরু স্টেডিয়াম, চেন্নাই
১৬- নাথান লিয়ন, দিল্লি