তিনি স্পষ্ট নট-আউট ছিলেন। কিন্তু ডিআরএস নিলেন না। অজিঙ্কা রাহানের এই সিদ্ধান্তই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু প্রশ্ন হল কেন ডিআরএস-এর সুবিধে থাকা সত্বেও, সেটা নিলেন না রাহানে?
মঙ্গলবার (১৫ এপ্রিল) মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হারল কেকেআর। মাত্র ১১২ রান তাড়া করতে নেমে, তারা ৯৫ রানে অল-আউট হয়ে গেল। ১৬ রানে ম্যাচটি হেরে যায় নাইটরা। আর এর জন্য দায়ী নিঃসন্দেহে কেকেআর অধিনায়ক রাহানে। তাঁর ডিআরএস না নেওয়ার সিদ্ধান্তই পুরো ম্যাচের রং বদলে দিল।
আউট ছিলেন না রাহানে
অষ্টম ওভারে বল করতে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর সেটি প্রথ ওভার ছিল। ওভারের চতুর্থ বলে রাহানে স্লগ সুইপ মিস করেন এবং পিছনের পায়ে বলটি লাগে। যুজবেন্দ্র চাহাল এলবিডব্লিউ-এর আবেদন করলে, ফিল্ড আম্পায়ার আউট দিয়ে দেন। সেই সময়ে রাহানে গিয়ে অংক্রিশ রঘুবংশীর সঙ্গে কথা বলে, এর পর সকলে ভেবেছিলেন, হয়তো তিনি ডিআরএস নেবেন। কিন্তু সেটা তিনি করেননি। মাট ছেড়ে বেরিয়ে যান।
পরে রিপ্লে-তে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রাহানের পিছনের পায়ে যখন বল লাগে, সেটি অফ-স্ট্যাম্পের বাইরে ছিল। উইকেটে বলটি কোনও ভাবেই আঘাত করত না। বলটি বেরিয়ে যেত। এই ডিআরএস-টা নিলে হয়তো কেকেআর-কে হারতে হত না। কারণ রাহানের সাজঘরে ফিরে যাওয়াটা কেকেআর-এর জন্য বড় ধাক্কা ছিল। এদিকে পঞ্জাব কিংস পেয়ে যায় বড় অক্সিজেন। ভিত নড়ে যাওয়ায় টানা উইকেট পড়তে থাকে কলকাতা নাইট রাইডার্সের।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পঞ্জাব কিংস। চূড়ান্ত ভাবে এদিন তাদের ব্যাটিং বিপর্যয় ঘটে। নিজেদের ঘরের মাঠেই কেকেআর বোলারদের খেলতে হিমশিম দশা হয় পঞ্জাবের। তারা পুরো ওভারও খেলতে পারেনি। ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যয়া পঞ্জাব কিংস। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ স্কোর করেন প্রভসিমরন সিং। ৩টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে ১৫ বলে ৩০ রান করেন তিনি। এছাড়া প্রিয়াংশ আর্য করেন ২২ রান। কেকেআর-এর হয়ে তিন উইকেট নিয়েছেন হর্ষিত রানা। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে খেলতে নামার আগেই ICC-র থেকে বড় পুরস্কার পেলেন PBKS অধিনায়ক শ্রেয়স
মাত্র ১১২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররাও মুখ থুবড়ে পড়েন। নাইটরা ১৫.১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়। ১৬ রানে ম্যাচটি হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর হয়ে সর্বোচ্চ স্কোর করেন অংক্রিশ রঘুবংশী। তিনি একটি ছক্কা, পাঁচটি চারের হাত ধরে ২৮ বলে ৩৭ রান করেন। এছাড়া ১৭ করে রান করেছেন অজিঙ্কা রাহানে এবং আন্দ্রে রাসেল। বাকিরা এক অঙ্কের গণ্ডিও টপকাতে পারেননি। পঞ্জাবের হয়ে ৪ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট নিয়েছেন মার্কো জানসেন।