বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো

IPL 2024-জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো

অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মা। ছবি- এক্স

অবশেষে যবনিকা পতন? রোহিতের নাইট রাইডার্সে আসার জল্পনা ওড়ালেন ভেঙ্কি মাইসোর। তিনি বলছেন, অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মা কেকেআরে আসা নিয়ে কথা বলেননি। ভিডিয়ো ভাইরাল হতেই প্রতিক্রিয়া নাইট সিইওর

মাত্র কয়েক দিন আগের কথা, কলকাতায় খেলতে এসে নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে গল্প করতে করতেই অনেক কিছু বলছিলেন রোহিত শর্মা। আশে পাশে বেশ খানিকটা আওয়াজ থাকলেও তারই মধ্যে যেটুকু শোনা গেছিল, তার থেকে একটা বিষয় সমর্থকরা অনুমান করতে পেরেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরমহলের কথাই বলছেন রোহিত। প্রতি পদে পদে তাঁর গড়ে তোলা মুম্বই শিবির বদলে যাচ্ছে, এমন সুর শোনা গেছিল রোহিতের গলায়। নাইট রাইডার্সের পোস্ট করা এক ভিডিয়োর শেষ অংশ ছিল আরও রহস্যজনক। কারণ সেখানে অভিষেক নায়ারকে ভারতের বর্তমান এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, মুম্বই তাঁর কাছে মন্দিরের মতো, কিন্তু তাঁর এটাই শেষ । এরপরই জল্পনা ছড়িয়ে পড়ে, তবে কি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন এই মুম্বইকর ব্যাটসম্যান। এবার সেই বিতর্কই ধামাচাপা দিতে আসরে নামলেন কলকতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর।

 

আরও পড়ুন-IPL 2024- দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, হতবাক কোহলি দিলেন গালাগাল, ভিডিয়ো

চলতি মরশুমে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে আসে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই অধিনায়ক পদ থেকে ছাঁটাই হন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের নিলামের সময় হার্দিক দলের অধিনায়ক হবে, সেকথা জানতেন না রোহিত। ফলে আগে জানলে হয়ত দলকে অনুরোধ করতেন, তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করেই কর্ণধার এবং টিম ম্যানেজমেন্টের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সহ্য করে নিলেও মন থেকে মানতে পারেননি রোহিত। ফলও হাতে নাতে পায় মুম্বই। প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি দলের অন্দরেই দুটি ভাগ হয়ে গেছে। তাঁদের মধ্যে একদল সিনিয়র রয়েছেন যারা হার্দিককে পছন্দ করছেন না। এই আবহেই রোহিত তাঁর দীর্ঘদিনের বন্ধু অভিষেক নায়ারকে গল্প করতে করতে বলছিলেন তাঁর কিছু অভিজ্ঞতার কথা, যা শুনে ক্রিকেটভক্তরা ভালোই আঁচ করতে পারছিলেন বিষয়টি মুম্বই ড্রেসিং রুম নিয়েই। এরপর সেই ভিডিয়ো মুছে দিলেও বিতর্ক মুছতে পারেনি কেকেআর। কারণ মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে ইডেন গার্ডেন্সে এসে দীর্ঘক্ষণ নাইট রাইডার্সের ক্রিকেটারদের সঙ্গে গল্প করতে দেখা যায়।

আরও পড়ুন-IPL 2024-অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার

সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই একটা প্রশ্ন নাইট রাইডার্সের ভক্তদের মধ্যে ঘুরছে, তবে কি নিজের প্রিয় ইডেন গার্ডেন্সেই পরের বছর খেলতে দেখা যাবে রোহিতকে। অতীতে রোহিতও জানিয়েছিলেন নাইট প্রেমের কথা। এরই মধ্যে সেই জল্পনা অবশ্য ওড়ালেন নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ আমি ওদের কথা শুনেছি,ওরা অন্য বিষয় নিয়ে কথা বলছিল। রোহিত আর অভিষেক অনেক দিন ধরে বন্ধু। কিন্তু কেকেআরে আসা নিয়ে কোনও কথা বলেনি। কেউ বোধহয় বিষয়টি নিয়ে মজা করেছে। মানুষের হাতে এখন এসবের সময় রয়েছে’।

আরও পড়ুন- IPL 2024-প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো

নাইট সিইও বিষয়টি যতটা সহজে বলছেন বটে, আদতে যে বিতর্কে এত তাড়াতাড়ি জল পড়বে না, তা বলাই বাহুল্য। কারণ রোহিতকে দলে নিলে যেমন নাইট রাইডার্স দল শক্তিশালী হবে, তেমনই কলকাতা যদি এবছর সাফল্য পেয়ে যায় তাহলে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব খেলতে হবে রোহিত শর্মাকে। ফলে বিষয়টি নিয়ে বেশ উভয় সঙ্কট তৈরি হয়েছে নাইট রাইডার্সের জন্য।

ক্রিকেট খবর

Latest News

‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম মতপার্থক্য আছে কিন্তু….কুণালের অডিয়ো ফাঁস' নিয়ে সাফাই জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ব্যবস্থা হিজাব নেই কেন? তরুণীদের মারধর বাংলাদেশে, ছেড়ে দিতে আকুতি, আটক মাদ্রাসার ছাত্র 'ভিকি বিদ্যা…’ হলিউডের ছবি ‘সেক্স টেপ’-এর অনুকরণ? মুখ খুললেন পরিচালক রাজ হৃতিক ও তাঁর পরিবারের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’-এ থাকবেন শাহরুখ-প্রিয়াঙ্কা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.