আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যোগ্য দল হিসেবেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে কেকেআর। গতবার থেকেই এই দলের দায়িত্ব নিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। অবশ্য সাফল্যের পথ মোটেই মসৃণ ছিল না তাঁর কাছে। গতবার নাইটদের পারফরমেন্স একদমই ভালো ছিল না। ১০ বছর ট্রফি জিততে পারেনি কেকেআর, অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট ছিল। সব মিলিয়ে গতবার আইপিএল অভিযান খারাপই যায় তাঁদের। এবার অবশ্য শুরু থেকেই ছন্দে ফেরে কেকেআর। আরসিবি হোক বা মুম্বই, হেলায় হারিয়েছেন সুনীল নারিন-বরুণ চক্রবর্তীরা। গতবারের তুলনায় এবারের শুরু থেকেই ক্রিকেটারদের অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে, কারণ অবশ্যই গৌতম গম্ভীরের মেন্টর পদে আসা। গৌতি এসে দলের মধ্য একটা সঙ্ঘবদ্ধ ব্যাপার এনে দেন। অনেক প্রাক্তন ক্রিকেটার কোচ পণ্ডিতকে নিয়ে সমালোচনা করেছিলেন, যদিও গৌতি আসতেই সেই বিতর্ক থিতিয়ে যায়। এবার এই নিয়েই মুখ খুললেন কেকেআর কোচ।
আরও পড়ুন-নরওয়েতেই মধুর প্রতিশোধ, ক্লাসিকাল দাবায় কার্লসেনকে হারালেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ
ডেভিড ওয়াইজসহ বেশ কয়েকজন প্রাক্তন কেকেআর ক্রিকেটার দাবি করেছিলেন, চন্দ্রকান্ত পণ্ডিত নাকি কার্যত সেনা বাহিনীর মতো দল পরিচালনা করে। এমনকি বরুণ চক্রবর্তী নিয়ম না মানায় তাঁর জামা ছিঁড়ে দিয়েছিলেন পণ্ডিত, এমন দাবিও করা হয়। এরপর গৌতম গম্ভীর দলে আসতেই অবশ্য পরিবেশ বদলে যায় নাইটদের অন্দরে। আইপিএলের মাঝে কয়েকদিনের জন্য একটু অফ ফর্ম গেলেও, দলগত সংহতিতেই ঘুরে দাঁড়িয়েছে কেকেআর, এই টিম বন্ডিংই অনেক ঘাটতি মিটিয়ে দিয়েছে নাইটদের। বোলাররা খারাপ পারফর্ম করলে ব্যাটাররা পুষিয়ে দিয়েছেন, আবার যে ম্যাচে ব্যাটাররা তেমন বড় রান পায়নি, বোলাররা সেই ম্যাচে লড়ে গেছেন। এবার বিতর্ক নিয়েই মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের কোচ।
আরও পড়ুন-অলিম্পিক্সে ভারতের পতাকা বহনের দায়িত্ব নিয়ে বিতর্ক...অবশেষে মুখ খুললেন শরৎ কমল
দলের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, ‘আমি সমালোচনা শুনে কখনও বিচলিত হই না, কারণ সকলকে খুশি করা যায় না। আমি ২৫ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছি। তবে এটা ঠিক যে নতুন প্রজন্মের সঙ্গে আমিও আসতে আসতে বদলাচ্ছি। তাঁদের আরও ভালো করে বোঝার চেষ্টা করছি ’ ।
আরও পড়ুন-আদালতে টিকল না মারাদোনার পরিবারের যুক্তি... আগামী সপ্তাহেই নিলামে বিশ্বকাপের গোল্ডেন বল
নাইটদের কোচ অবশ্য ডেভিড ওয়াইজ বা আশুতোষ শর্মাদের অভিযোগের কোনও জবাব দেননি। উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে একাধিক দলকে সাফল্য দেওয়ার নজির রয়েছে পণ্ডিতের, তবে বরাবরই তিনি কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলেন, তাই ক্রিকেটারদের সেই অনুযায়ী চালাতে চেষ্টা করেন। ফলে কিছুক্ষেত্রে বিতর্ক সৃষ্টি হয়।