কোথায় অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের IPL ২০২৫-এর হোম ম্যাচ, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। প্রথমে বিভিন্ন মিডিয়া রিপোর্টে শোনা যাচ্ছিল ত্রিপুরায় নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে KKR-এর বেশ কিছু ম্যাচ আয়োজিত হতে পারে। এই বিষয় নিয়ে মুখ খুললেন এবার CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে সাফ জানান, ইডেনেই নিজেদের হোম ম্যাচগুলো খেলবে KKR।
এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল- ইডেন গার্ডেন্সের সংস্কারের কাজ চলছে, হয়তো IPL ২০২৫ যখন হবে তখনও কিছু কাজ চলবে। তাই KKR তাদের হোম ম্যাচগুলো ত্রিপুরায় খেলবে। এই সব দাবি উড়িয়ে দিয়েছেন CAB সভাপতি। তিনি জানিয়েছেন, আর্মির থেকে এখনও ইডেনের বাইরের অংশের সংস্কারের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি। রেভ স্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি সেই রিপোর্টগুলি দেখেছি যেখানে ত্রিপুরার সেক্রেটারি দাবি করছেন, একটি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে যেখানে KKR-র বেশ কিছু ম্যাচ হবে৷ তবে আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্স এই বিষয়ে রাজি হবে৷ কারণ কেউ ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়াম ছাড়তে চায় না৷ একটা ম্যাচ হলে ঠিক আছে৷ IPL ২০২৫-এর ওপেনিং সেরিমনি ও ফাইনাল ইডেনেই হবে।’
CAB সভাপতি দাবি করেছেন ইডেনে KKR যত সমর্থন পায় তা অকল্পনীয়। তিনি জানান, KKR-এর CEO ভেঙ্কি মাইসোরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং চিঠিও দিয়েছেন। এছাড়াও IPL-এর চেয়ারম্যান অরুণ ধুমলকেও চিঠি দিয়েছেন CAB সভাপতি। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভেঙ্কি মাইসোরের সঙ্গে আমার ফোনে এই বিষয়ে কথা হয়েছিল। তিনিও এই খবর সম্পর্কে নিশ্চিত ছিলেন না। আমি তাঁকে একটি চিঠি লিখে জানিয়েছিলাম, স্টেডিয়াম সংস্কারের বিষয় আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমরা এটাও স্পষ্ট করে দিই এই মুহূর্তে কোনও সংস্কার করা হচ্ছে না। এনিয়ে আমি অরুণ ধুমলকে একটি চিঠিও দিয়েছি, তাঁকেও বিষয়টা জানিয়েছি৷’
তিনি আরও বলেন, ‘আপনি ৬৫ হাজার দর্শককে অস্বীকার করতে পারবেন না। গত মরশুমের আগের মরশুমে KKR-র খারাপ ফর্ম থাকার পরেও ইডেনে প্রতিটি ম্যাচই ছিল হাউসফুল। সংস্কারের জন্য এখনই আমাদের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ময়দান এলাকায় এই ধরনের যেকোনও কাজের জন্য আর্মির অনুমতির প্রয়োজন হওয়ায় ২ বছর সময় লাগে। এখনও পর্যন্ত ইজারা পুনর্নবীকরণ করা হয়নি, তাই আমরা স্টেডিয়ামের বাইরের অংশ সংস্কার করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে কোনও সবুজ সংকেত পাইনি৷’