স্বভাবে তিনি আগ্রাসী এবং তাঁর খেলাও ছিল সেইরকম। ব্যাট হাতে মাঠে নামলেই ধরে নেওয়া হতো এবার ম্যাচ যেতে চলেছে টিম ইন্ডিয়ার পকেটে। তাঁর দাপটের সামনে রীতিমতো মাথানত করতে বাধ্য হত বিপক্ষ দলের বোলাররা। অধিনায়কও ছিলেন জবরদস্ত। বুদ্ধিতেই কিস্তিমাত করতেন প্রতিদ্বন্দ্বীদের। তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সেই গৌতম গম্ভীরকেই এবছর মেন্টর বানিয়েছে কেকেআর।
বরাবরই আগ্রাসী স্বভাবের জন্য তিনি জনপ্রিয়। তবে এবার 'গুরুগম্ভীর' গৌতিকে দেখা গেল এক অন্যরূপে। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী প্রাক্তন ভারতীয় তারকাকে জিজ্ঞেস করেন কলকাতার প্রিয় খাদ্যের কথা এবং তিনি জানান 'সিটি অফ জয়'তে তাঁর সবচেয়ে প্রিয় হল 'রোল' এবং 'ফুচকা'। গম্ভীরের এই জবাব নিজেদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছে কেকেআর এবং এরপরই পড়তে শুরু করেছে নানা কমেন্টস।
বিগত কয়েকবছর ধরে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি কেকেআর। জেতা ম্যাচ হারা থেকে শুরু করে ব্যাটিং বিপর্যয়, সবকিছুতেই জর্জরিত গোটা দল। এরই মাঝে দলের ক্রিকেটারদের মেন্টর হিসেবে প্রাক্তন ভারতীয় তারকা গৌতম গম্ভীরকে নিযুক্ত করেছে কেকেআর। তবে রাগী গৌতির মধ্যেও যে রয়েছে এক রসিক মানুষিকতা, তা ধরা পড়লো আজ।
এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী গম্ভীরকে জিজ্ঞাসা করেন কলকাতা শহরে তাঁর প্রিয় খাদ্যের কথা। এরপরই গতি নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই ব্যক্তির প্রশ্ন শেয়ার করে জবাব দেন ফুচকা ও রোল। আবার এই কমেন্টই শেয়ার করেন 'কলকাতা নাইট রাইডার্স'র নিজস্ব এক্স হ্যান্ডেল। সেখানে কেকেআর ক্যাপশন দিয়েছে, ‘দারুণ বলেছ।’ এই জবাব প্রকাশ্যে আসতেই অনেকে প্রশংসা করেন গম্ভীরের। অনেকেরই বক্তব্য গম্ভীর ময়দানে রাগী বাস্তব জীবনে একেবারেই খোশমেজাজি মানুষ। অনেকে আবার মনে করেন এগুলি প্রাক্তন ভারতীয় তারকার লোক দেখানো। তবে সব মিলিয়ে গৌতির এই জবাব মন ছুঁয়েছে বাঙালি ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দুবাইতে হয় ২০২৪ আইপিএল নিলাম অনুষ্ঠান। এর আগে ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের খেলোয়াড়দের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। তবে, টুর্নামেন্ট কবে শুরু হবে, সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। জানা গিয়েছে, নতুন মরশুম শুরু হওয়ার কথা মার্চ-এপ্রিলে। কিন্তু সেই সময়ে, গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এখনও পর্যন্ত খেলার সূচিকে ঘিরে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।