আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা। সাম্প্রতিক ইতিহাসে বাংলায় যা দেখা যায় নি, এমন চিত্রই দেখা গেছে স্বাধীনতা দিবসের রাতে। অন্যান্যবার ফ্রিডম অফ মিডনাইটের কয়েক শো অনুষ্ঠান হয় বাংলা জুড়ে, কিন্তু এবারে স্বাধীনতা দিবস ছিল মহিলাদের শহর দখলের রাত। গোটা রাজ্যের লক্ষাধিক মানুষ আরজি করে চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমেছিলেন শুধুই ন্যয় বিচারের আশায়। এবার বাংলার বুকে হয়ে যাওয়া এই ঘটনা নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ত্রাতা বার্গার! শেষ উইকেটে জুটিতে তুললেন ৬৩ রান…
এরই মধ্যে অবশ্য আরজি কর হাসাপাতালে দুষ্কৃতিরা তাণ্ডব চালায়। শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যেই কিছু দুষ্কৃতি মিশে গিয়ে হাসপাতালে ঢুকে একের পর এক বিভাগে ভাঙচুর চালায়, চিকিৎসকদের প্রতিবাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়। হাফ প্যান্ট, বারমুডা, গেঞ্জি পড়া সেই দুষ্কৃতিদের দেখলে সহজেই অনুমান করা যায়, শিক্ষাগত দিক থেকে চিকিৎসকদের ধারে কাছে আসার যোগ্যতা নেই তাঁদের, কিন্তু হাসপাতালে ভাঙচুরের কাজটা তাঁরা বেশ মজা নিয়েই করেছেন। পরের দিনই কলকাতা পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ নিয়ে ঘটনার জড়িতদের গ্রেফতার শুরু হয়েছে।
এরই মধ্যে আরজি কর হাসপাতালে হওয়া নির্মম এই ঘটনা গোটা ভারতেই ছাপ ফেলেছে, বাংলার নাম যে বদনাম হয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন রাজ্যের হাসপাতালেই চলছে কর্মবিরতি এবং প্রতিবাদ। এবার আরজি কর হাসপাতালে হওয়া মহিলা চিকিৎসকের ঘর্ষণ এবং খুন নিয়েই মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন-লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪! বাবাকে দেখতে হাসপাতালে লামিন…
নিজের ইনস্টাগ্রামে কলকাতা নাইট রাইডার্সের আইপিএলজয়ী অধিনায়ক লিখেছেন, ‘শেষ কয়েক বছরে কিছুই বদলায়নি। আমি অত্যন্ত মর্মাহত যে কুৎসিত ঘটনা ঘটেছে এবং তার পর থেকে যা চলে আসছে সেটা দেখে। এটা অত্যন্ত জরুরি যাতে প্রত্যেকে যারা এই নৃশংস ঘটনায় জড়িত তাঁদের ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা বিচার চাই। মহিলাদের জন্য ন্যয় বিচার চাই ’