শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে কেকেআর বনাম আরসিবি আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ। তবে নতুন প্রজন্মের অনেকেরই হয়তো মনে নেই যে, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে একেবারে প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দু'দল। ১৭ বছর আগের সেই ম্যাচে ঘটেছিল চমকপ্রদ ঘটনা, যা সেই সময়ে ২০ ওভারের ক্রিকেটে কল্পনা করাও মুশকিল ছিল।
যদিও ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামীতে। দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসের একেবারে প্রথম ম্যাচে ঠিক কী ঘটেছিল।
২০০৮ সালের ১৮ এপ্রিল যাত্রা শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগের। টুর্নামেন্টের ইতিহাসে একেবারে প্রথম ম্যাচে সম্মুখসমরে নামে আরসিবি ও কেকেআর। চিন্নাস্বামীর সেই ম্যাচে টস জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কেকেআরকে ব্যাট করতে পাঠান আরসিবি দলনায়ক রাহুল দ্রাবিড়।
ব্যাট হাতে তাণ্ডব চালান ম্যাকালাম
নাইট রাইডার্স শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে বিধ্বংসী শতরান করেন ব্রেন্ডন ম্যাকালাম। কিউয়ি তারকা ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি সেঞ্চুরির গণ্ডি টপকান ৫৩ বলে। সাহায্য নেন ৮টি চার ও ৭টি ছক্কার। ম্যাকালাম দেড়শো রানের গণ্ডি টপকান মোটে ৭০ বলে। শেষমেশ ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ১৫৮ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাকালাম। সেই সময়ে টি-২০ ক্রিকেটে দেড়শো রানের ব্যক্তিগত ইনিংস কার্যত অভাবনীয় ছিল।
এছাড়া কেকেআরের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ১০, রিকি পন্টিং ২০, ডেভিড হাসি ১২ ও মহম্মদ হাফিজ অপরাজিত ৫ রান করেন। আরসিবির হয়ে ১টি করে উইকেট নেন জাহির খান, অ্যাশলে নফকে ও জ্যাক কালিস।
ব্যাটিং ভরাডুবি আরসিবির
পালটা ব্যাট করতে নেমে আরসিবি ১৫.১ ওভারে মাত্র ৮২ রানে অল-আউট হয়ে যায়। ১৪০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। আরসিবির হয়ে একমাত্র প্রবীণ কুমার দুই অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন। নয় নম্বরে ব্যাট করতে নেমে প্রবীণ ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। আরসিবির ইনিংসে সব থেকে বেশি ১৯ রান আসে অতিরিক্ত হিসেবে।
রাহুল দ্রাবিড় ২, ওয়াসিম জাফর ৬, বিরাট কোহলি ১, জ্যাক কালিস ৮ ও মার্ক বাউচার ৭ রান করেন। কেকেআরের হয়ে অজিত আগরকর ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৩ ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট নেন অশোক দিন্দা। সৌরভ গঙ্গোপাধ্যায় ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও লক্ষ্মীরতন শুক্লা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ম্যাকালাম।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রথম একাদশ
সৌরভ গঙ্গোপাধ্যায় (ক্যাপ্টেন), ব্রেন্ডন ম্যাকালাম (উইকেটকিপার), রিকি পন্টিং, ডেভিড হাসি, মহম্মদ হাফিজ, লক্ষ্মীরতন শুক্লা, ঋদ্ধিমান সাহা, অজিত আগরকর, অশোক দিন্দা, মুরলি কার্তিক ও ইশান্ত শর্মা।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির প্রথম একাদশ
রাহুল দ্রাবিড় (ক্যাপ্টেন), ওয়াসিম জাফর, বিরাট কোহলি, জ্যাক কালিস, ক্যামেরন হোয়াইট, মার্ক বাউচার (উইকেটকিপার), বালচন্দ্র অখিল, অ্যাশলে নফকে, প্রবীণ কুমার, জাহির খান ও সুনীল যোশি।